মানুষের সমস্যা তাদের সমস্যা না, তারা অমানুষ, তারা সংঘবদ্ধ অমানুষ রাষ্ট্রের নামে অমানুষের বংশ বৃদ্ধি করে, অমানুষের নতুন সদস্যও ভর্তি করে, তাদের লাভ ক্ষতি, দেশে অমানুষের পার্সেন্টেজ কত তার উপর নির্ভর করে।সাধারন মানুষ কোথাও সংঘর্ষ প্রিয় না, কিছু অমানুষই ধর্ম, জাত, বর্ন, গোত্র, অঞ্চল ভেদে মানুষে মানুষে সংঘর্ষ বাধীয়ে রাখে।যেই বিশেষ প্রাণনাশি জীবানু নর্দমায় জন্ম নেয়, নর্দমার বিনাশই তার একমাত্র প্রতিকার।আমাদের এ অঞ্চলের বদ্ধ পরাধীন রাষ্ট্র ব্যবস্থাই তাদের ঐ নর্দমা, এখানে নরকের কীটেরই আমরা সবাই রাজা আমাদেরই রাজারজত্যে।
তাই দেখুন আপনার প্রতিবেশির বিপর্যয়ে বলছে, রহিংঙ্গা আমাদের সমস্যা নয়।দেখুন রাজনীতির কাছে মানবতায় পরাজয় দেখুন, যেই রাজনীতি প্রতিবেশির অমঙ্গলে এড়িয় যায় তাকে কি বলেন আমি জানি না, তবে রাষ্ট্র এমন হলে পৃথিবী নরকে পরিণত হবে।কিছু কিছু অমানুষের জন্য ... Do not go to the language, few words are indispensable for the true expression of some concept, you can not hate words of you lang.
বর্তমান খোলা বিশ্বে মানবিক বিপর্যয় কোন দেশের আভ্যন্তরিন বিষয় বলার সুযোগ নেই।জাতিসংঘের উচিত এখনই বাংলাদেশের উপর চাপ দেয়া।
২০ ট্রলার বোঝাই রোহিঙ্গা মুসলিম ৫ দিন যাবৎ সাগরে ভাসছে
০ সারাদিন প্রবল বর্ষণে উদ্বাস্তুরা কাকভেজা ভিজছে রোহিঙ্গা মুসলমানরা
০ রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে নিশ্চুপ সুচি, নোবেল আনতে ইউরোপ গেলো
০ টেকনাফে রোহিঙ্গাদের খোঁজে বিজিবির তল্লাশি০
০ গ্রামের পর গ্রামে আগুন এখনও জ্বলছ
একবার ভাবো তো ১৯৭১ এ তোমার পিতামহ তোমার পিতাকে নিয়ে ভারতের সীমান্তে এভাবে জোড় হাত করে দাড়িয়ে আছে
১৯৪৭ যখন বৃটিশরা ভারত ভাগ করছিল তখন আরাকানিরা পাকিস্তানে যোগ দেওয়ার প্রস্তাব করেছিল জিন্নাহ তা প্রাত্যাখ্যান করেন; কারন, জিন্নাহ চাইতেন না পূর্ব পাকিস্তান আয়তন ও জনসাংখ্যায় বড় হোক--এতে পশ্চিম পাকিস্তানের আধিপত্য কমে যাওয়ার সম্ভাবনা ছিল।যদি ঐ সময় জিন্নাহ আপত্তি না করতেন তাহলে নিঃসন্দেহে রাখাইন প্রদেশ (আরাকান) এখন বাংলাদেশের অংশ হতো। একবার ভাবো তো ১৯৭১ এ তোমার পিতামহ তোমার পিতাকে নিয়ে ভারতের সীমান্তে এভাবে জোড় হাত করে দাড়িয়ে আছে
আজকে যাদের রহিংঙ্গা বলছো তারা চট্টগ্রামের ব্যপক অংশ নিয়ে আরাকান রাজ্য ছিল, বাংলারই অংশ।আজ কক্সবাজার চট্টগ্রামসহ এ অঞ্চলের মুসলমানেরাও রোহিংঙ্গা।বাংলাদেশে মুসলমান/রহিংঙ্গা রাখাইন সম্প্রিতীতেই বসবাস করে।আরাকান আজও বাংলার অংশ থাকলে রাখাইন মুসলমান শান্তিতেই বসবাস করতো।এই কথা এর পিতামহও বলেছিল।কিন্তু তখনও আজকের মত বাংলার চিরকালের তোষাম্মদে রাজনীতিবিদরা পাকিস্তানের অবসেশনে বিভোর।আজকের মত সেদিও এরা জোড় হাত করে বলে ছিল আমাদের দেশান্তরী করো না।বৃটিশদের নেয়া ভুটাভুটিতেও আরাকান বাংলার অংশ হিসেবেই সংখ্যাগরিষ্ঠ ভোট পরেছিল।কিন্তু তোমাদের নেতাদের পূর্বের চেয়ে পশ্চিমের লোভই বেশি ছিল।এখনও তাই, পাকিস্তান নয়তো কোলকাতা।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ রাত ৮:১৪