১) ডিজিটাল ও অপটিকাল।
২) ব্যাটারি রিচার্জেবল চাই।
৩) বিল্টইন মেমরি কত এবং এক্সটারনাল কত মেমরী সাপোর্ট করবে।
৪) সাটার স্পিড কি অর্থাত চলন্ত অব্স্থায় ছবি তুলতে পারেবো কিনা।
৫। মেগা পিক্সেল কত?
৬। এলসিডি ডিসপ্লে কেমন হলে ভাল হয়।
৭। ব্যাটারির ধরন(লি-আয়ন/লিথিয়াম)।
৮। কোথায় ভাল মানের কিনতে পাওয়া যায়?
৯। ব্র্যান্ড কোনটাঃ ক্যানন, নাইকন, লুমিক্স, সনি, অলিম্পাস, স্যামসাঙ?
১০। পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা হতে হবে।
১১। কম্পিউটারে লাগাব আর ছবি কপি পেস্ট করবো ক্যামেরা থেকে।
১২। ফ্লাশের উপর কন্ট্রোল থাকবে।
১৩। ওয়ারেন্টি কত বছর দেয়?
১৪। মেড ইন কোন দেশ? চায়না চাইনা।
১৫। বাজেটঃ মাত্র ১৫০০০ টাকা।
আমি বুজতেছি আমার চাহিদা অনেক কিন্তু বাজেট কম। জানিনা পাব কিনা। তবুও হেল্প চাইলাম। হাসির পাত্র হইলাম না তো? আপ্নারা ওস্তাদ মানুষ আছেন, দেখেন নাদানের জন্য কিছু করা যায় কিনা। অগ্রিম শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯