(ছবি সূত্রঃ- ইন্টারনেট।)
পড়ছে মনে আজ খুব তোমাকে
অন্যদিন গুলোর মত কিনা জানিনা!
কোথায়, কেমন আছো?
আজ আমি একা।
অন্ধকারে হারিয়ে গেছে জোৎস্না
জেগে আছি আমি, নেই রাতের তাঁরা:
প্রতীক্ষার প্রহরগুলো থমকে গেছে,
প্রত্যাশার পারদ ঢেকে গেছে শীতের কুয়াশার চাঁদর।
শিশির ভেজা স্নিগ্ধ সকালে,
হারিয়ে খুঁজেছি তোমার ভালোবাসা:
আজ আমি একা।
মনের সুপ্ত বাসনা মিশে গেছে
অব্যক্ত কান্নার লোনা জলে।
ঝাপসা চোখের চাহনি, যায়নি ফুরিয়ে আশা,
প্রতীক্ষা একটু ভালোবাসার.................!