কম বেশি আমরা সবাই জি-মেইল ব্যবহার করি। যাদের কম্পিউটার আছে তারা ছাড়াও অনেকে যারা শুধুমাত্র মোবাইল ব্যবহার করে তারাও জি-মেইল ব্যবহার করে। মোবাইলের ক্ষেত্রে জি-মেইল ব্যবহারের বিভিন্ন সফটওয়ার আছে। কিন্তু এই সফটওয়ার গুলো ১০০% সন্তষ্ট করতে পারে না ক্লায়েন্টকে। জিপিআরএস আছে এমন অধিকাংশ মোবাইলে ডিফল্ট ইমেইল অপশন থাকে। কিন্তু সেটিং না জানার কারনে, আমরা অনেকে এটা ব্যবহার করতে পারি না। দেখা যাক আমরা কিভাবে মোবাইলে ইমেল (জি-মেইল) ব্যবহার করতে পারি। প্রথমত মেসেজ অপশনে যেয়ে setting এ ক্লিক করেন। অতপর ইমেইল সেটিং-->মেইল বক্স সেটিং-->মেইল বক্স নেম যা আছে তা থাকলে অসুবিধা নাই। নিচে access point in use. আমি গ্রামীন ব্যবহার করি সেকারেন gpinternet সিলেক্ট করি। এর পরের ঘর my email address আমার টা [email protected] এখানে আপনার পুরো ঠিকানাই লিখুন আইডি@gmail.com. অতপর outgoing mail server লিখুন smtp.gmail.com. user name এর ঘরে আপনার ইউজার নাম লিখুন যেমন tuhin70 এবং পাসওয়ার্ড এর ঘরে আপনার পুরো পাসওয়ার্ড বসান। অতপর incoming mail server লিখুন pop.gmail.com এর পর mailbox type-->pop3 সিলেক্ট করুন। security port on(998/995) সিলেক্ট করে বের হয়ে আসুন। আপনার মেইল বক্স সেটিং কম্পিলিট। এরপর user setting শুধুমাত্র user এর ঘরে আপনার নাম লিখুন। না লিখলেও অবশ্য অসুবিধা নাই। আর কোন সেটিং চেন্জ না করলেও এবার আপনি আপনার মোবাইল থেকে মেইল পাঠাতে পারবেন attachmant সহ এবং রিসিভও করতে পারবেন attachment সহ।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৬