লেখকঃ মেজর মোঃ দেলোয়ার হোসেন
প্রথমে মনে করেছিলাম সেই বিখ্যাত সানজুর The Art Of War এর বাংলা অনুবাদ । পরে ভুল ভাংলো ।
লেখক খুবই সুন্দর করে আসল বইয়ের বিষয়বস্তুর সাথে গত বেশ কিছু শতাব্দীর আলোচিত যুদ্ধ রিলেট করেছেন ।
সানজুর লিখে যাওয়া অনেক জ্ঞানই অনেকে যুদ্ধে প্রয়োগ করেছেন বই থেকে জেনেই করেছেন কি না তা বলা মুশকিল । তবে এই বই যুদ্ধের সাথে সম্পৃক্ত প্রত্যেকেরই অবশ্য পাঠ্য মনে করা হয় ।
১২৭ পৃষ্ঠার বই , এতোটাই আকর্ষণীয় বিষয়বস্তু এবং লেখকের বিশ্লেষনের গুণে একটানে পড়ে ফেলার মতো জিনিস ।
খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ পারদর্শিতা , ১ম/২য় বিষয়যুদ্ধের ভুল কিংবা সঠিক সিদ্ধান্তের আলোচনা আরো বহু কিছু ।
যুদ্ধ কিভাবে করা উচিত কখন করা উচিত , কিভাবে নেতৃত্ব দেয়া উচিত এসব বিষয়ে লেখক বর্তমান সময়ের সাথে সানজুর লিখে যাওয়া উপদেশের মিলন ঘটিয়েছেন ।
সবচেয়ে অবাক হয়েছি শেষের ৩ পৃষ্ঠা পড়ে , ইতিহাসবিদরা মনে করেন সানজু নামে কেউ ছিলেন না । হয়তো এটি একটি ছদ্ম নাম , তবে লেখক যে কেউ একজন ছিলেন সেই বিষয়ে কারো দ্বিমত নেই কিংবা লেখনের যুদ্ধ বিষয়ক জ্ঞান নিয়েও নেই কারো দ্বিমত ।
Red Cliff , The last Samurai , Troy এসব মুভি দেখে আমার মতো যারা মুগ্ধ হয়েছেন তারা এই বই গোগ্রাসে গিলবেন আশা করি।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১২