বিপন্ন সুন্দরবন র্নিবিকার সরকার!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫৫ হাজার বর্গ কিঃমিঃরের এই দেশে দেখার মত যে কয়েকটি সুন্দরতম স্থান আছে তার মধ্যে অন্যতম পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বন।আজ এই বন হুমকির সম্মুখীন,কিছু বোকা ধরনের মানূষের কারনে আজ এই অবস্থা।এই বন আছে বলে দক্ষিনের জনপদের মানূষ ঝড় বন্যা থেকে বেচে আছে।
বড় ধরনের ঝড় এই বন নিজের বুক পেতে আমাদের রক্ষা করে চলছে।পূর্বে জাহাজ গুলো এই বনের বাইরের নদী দিয়ে চলাচল করতো।কিছু টাকা বাঁচানোর জন্য এখন জাহাজ গুলো বনের ভিতর দিয়ে চলাচল করে।এর ফলে তেল ছড়িয়ে পড়ার চেয়েও আরো অনেক সম্যসা এখানে জড়িত।
জড়িত।অনবরত জাহাজ চলাচলের শব্দে বনের প্রানিকুলের উপর দারুন প্রভাব পড়ছে।সরকারে যারা আছে তারা কি আসলে এ সর্ম্পকে কিছু যানে না কি না যানার ভান করে?যদি না যানা থাকে তবে বলি সংবিধানের ১৮ এর (১) অনুচ্চেদে উল্লেখ করা আছে জীববৈচিত্র্য সংরক্ষন করা সরকারের কাজ।আর তাছাড়া এই বন ইউনেসকো ঘোষিত ঐতিহ্য।কিন্তু আমরা কি দেখলাম সরকার র্নিবিকার কেন?
এই সংকট মোকাবেলায় আমাদের সেনা,নৌবাহিনীকে ব্যাবহার করার দরকার ছিল।আজ প্রতিদিন খবরের পাতায় দেখছি তেলের মধ্যে ডুবে প্রানীকুলের কি অবস্থা,যা দেখলে গায়ের লোম দাড়িয়ে যায়,যা কোন সুস্থ মানূষের এই অবস্থা হবে।সরকার চুপ দেখে মনে হয় তারা আসলে সবাই মানসিক সম্যসার রোগী।এদেরকে ডাক্তার দেখানো খূব জরুরী।আর আমাদের বিখ্যাত নৌ মন্ত্রি যখন বলে এই নিঃসরনের ফলে কোন সম্যসা হয় নাই।
তখন হাঃহাঃহাঃহাঃ বলা ছাড়া কিছুই কি আমাদের করার নেই?উনার লেখাপড়ার দৌড় কোন পর্যন্ত আমার জানা নেই।যদি শিক্ষিত লোক হতো তবে তিনি এই কথা বলতে পারতেন না।এই তেল তার পাছায় দেও তাহলে সে বুঝতে পারবে এর কি বিষ।
এই তেল নিঃসরনের ফলে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে,এই এলাকায় বিচরনকারী পৃথিবীর বিলুপ্ত দুই প্রজাতির ডলফিনের সবচেয়ে বড় বিচরন ক্ষেত্র সেই ডলফিনের মৃতদেহ ভেসে উঠছে। আজব হয়ে দেখি এই দেশের প্রধান মন্ত্রী এই বিষয়ের উপর এখন পর্যন্ত কোন কথা বলেননি,আমরা বিভিন্ন সময়ে তার মুখ থেকে পরিবেশে রক্ষায় আমার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
কিন্তু কোথায়?যদি সুন্দরবন রক্ষায় আপনার সরকারে কোন ভূমিকা না দেখি,তা হলে আমরা বুঝে নেব এটা হলো কাঁনাকে হাইকোর্ট দেখানোর মত একটা ব্যাপার। সময় আছে জলদি এই বনকে বাঁচান তা না হলে,এর জবাব একদিন জনগনকে দিতে হবে।আজ এই জনগন জীবনের ঝুকি নিয়ে এই তেল অপসারনের চেস্টা করছে।
৪টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
ড. ইউনূস যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন: সেভেন সিস্টার্স দখল করতে বলেননি !
পাকিস্তান-ভারতের এক্স মিলিটারি কর্মকর্তারা জোশে অনেক কথাই বলে থাকেন তাদের জনগণকে আলী বুঝ দেয়ার জন্য। ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানে হামলার বিষয়ে ভারতের সেনাবাহিনীর সিদ্ধান্তকে চূড়ান্ত বলে... ...বাকিটুকু পড়ুন
ইস্টার আইল্যান্ড রহস্যময় মোয়াই
১৭শ শতাব্দীতে ইউরোপীয় নাবিকদের মাঝে একটা মিথ প্রচলিত ছিল। মিথটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মাঝে বিশাল অঞ্চল জুড়ে একটা মহাদেশ রয়েছে। এটাকে তারা টেরা... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে আমাদের দেশের তরুণ-যুবা'রা ক্ষমতায় দেখতে চায়
আওয়ামী লীগকে নিষিদ্ধে পাড়া-মহল্লায় জনতার আদালত গঠনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। দেশের বৃহত্তম ইসলামী দল 'ইসলামী আন্দোলন বাংলাদেশ' তথা চর মোনাইয়ের পীর সাহেবের দল এনসিপিকে আগে থেকেই... ...বাকিটুকু পড়ুন
মাতৃ ভাণ্ডার
আমাদের দেশে মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ পাওয়া বিরল ব্যাপার। ঢাকা চট্টগ্রাম রুটে যারা যাতায়াত করেন মাতৃ ভাণ্ডারের সাথে পরিচিত নন এমন মানুষও মনে হয় খুব বেশি নেই।... ...বাকিটুকু পড়ুন
এনসিপি জামায়াতের শাখা, এই ভুল ধারণা ত্যাগ করতে হবে
প্রিয় রাজীব ভাই,
আপনি আমার আগের পোস্টে কমেন্ট করেছেন যে, এনসিপি জামায়াতের শাখা। আপনার এনালাইসিস ভুল! ওরা জামায়াতের শাখা নয়। এনসিপি-কে বুঝতে হলে, আপনাকে জামায়াতকে জানতে হবে। আমি একটু বিস্তারিত... ...বাকিটুকু পড়ুন