আমরা যারা নিয়মিত ফেইসবুকে ব্যবহার করি এবং বন্ধুদের সাথে নানা রকম মজায় মেতে উঠতে পছন্দ করি, আমাদের সেই মজাগুলি আরও কয়েকগুন বাড়িয়ে দেওয়ার মত কিছু উপায় জেনেছিলাম কিছু দিন আগে । সবার সাথে শেয়ার করব করব করেও করা হচ্ছিল না । অবশেষে আজ শেয়ার করলাম । আশা রাখি সবার ভাল লাগবে ও প্রচুর মজা পাবেন ।
১। বন্ধুর সাথে মজা: http://facebook.com/profile.php?=73322363 এই লিংকটি দিয়ে আপনি যদি কিছু লিখেন, ফেইসবুকে লগইন অবস্থায় এটি যেই দেখবে সে এটি তার প্রোপইলের আইডি হিসেবে দেখবে । শিউর হওয়ার জন্য আপনি চাইলে আপনার ফেইসবুকে লগইন থাকা অবস্থায় ব্রাউজারে ট্রাই করতে পারেন, এটি আপনাকে আপনার প্রোপাইল পেইজেই নিয়ে যাবে ।
২। উল্টা-পাল্টা 69: আপনি যে স্ট্যাটাস দিতে চান সেটিকে নিচের চিত্রের মত উল্টা-পাল্টা করেও দিতে পারেন । শুধু মাত্র নিচের দুটি সাইটের যেকোন একটিতে গিয়ে প্রথম বক্সে স্ট্যাটাস লিখলেই ২য়টিতে আপনি উল্টা করে লেখাটি পেয়ে যাবেন । তারপর ফেইসবুক স্ট্যাটাস বারে কপি-পেষ্ট করলেই হয়ে গেল । তবে আপসোস হল সাইট দুটির কোনটিই বাংলা সাপোর্ট করেন ।
টাইপ-আপসাইড-ডাউন
আপসাইড-ডাউন-টেক্স্ট
৩। ফেইসবুক স্ট্যাটাস বারে সিমবল: ফেইসবুক চ্যাটে সিমবল ইউজ করা গেলে স্ট্যাটাসে সিমবল ইউজ করা যায়না । কিন্তু এখন থেকে যাবে । নিচে দেয়া সাইটটিতে গিয়ে আপনার পছন্দের সিমবলটি কপি করে স্ট্যাটাসবারে পেষ্ট করুন ।
ফেইসবুক সিমবল
৪। বন্ধুকে ট্যাগ করুন আপনার স্ট্যাটাসেই: এটা অনেকেই হয়তো জানেন যে , টুউটারের মত ফেইসবুকে @ ব্যবহার করে কাউকে ট্যাগ করা যায় । যাকে ট্যাগ করতে চান তার নামের আগে @ ব্যবহার করলেই ট্যাগ হয়ে যাবে।
৫। নির্দিষ্ট সময় পরপর স্ট্যাটাস দিন: খুব সহজেই আপনার হয়ে এ কাজটি করে দিবে এই সাইট । ফেইসবুকে কানেক্ট করে টাইমজোন সিলেক্ট করুন । তারপর যা বলার আছে বলে সময় ঠিক করে নিন ।
বি:দ্র: বাংলা লিখতে প্রবলেম হওয়ায় লেখাতে ভুল থাকতে পারে ।