আমার অধিকাংশ প্রজেক্ট ব্যর্থ হয়। ধরেন সিনেমা দেখতে যাবো, ধুমধাম facebook e পোষ্টায়া দিলাম। সবাই একসাথে যাবো। কিন্তু কেউ আসলো না। যাজ্ঞা। ধরা খাওয়ার পরেও দেখা যাচ্ছে আইডিয়া আসা মাত্রই তা খালাস করার একটা বেগ পাইয়া বসে। হয়তো পারিবারিক ডায়াবেটিকসটা আমারও আছে। ডাক্তার দেখাইতে হবে।
নতুন আইডিয়া হইলো, এই বইমেলায় একটা ইবুক ছাড়বো। ভয়ের কিছু নাই, এই বইয়ের আইডিয়াটা কিছুটা ম্যাচিউরড। অর্ধেক লেখাও শেষ। এই বইয়ে বাংলাদেশের রাজনৈতিক কৌতুক সংকলিত করার খায়েশ আছে। এইলক্ষ্যে ভাই-ব্রাদারদের উদ্দ্যেশে রাজনৈতিক কৌতুক আহবান করতেছি। স্বনামে, বেনামে, বিনা নামে- নিজের বানানো, লোকমুখে শোনা যেকোন কৌতুক দিতে পারেন। ইবুকে প্রকাশ করার কারণ হচ্ছে জননেত্রী পরিষদের কোপ, হেফাজতি কোপ, ছাত্রলীগের কোপ, তারেক ফ্যানগ্রুপের রোষ থেকে প্রকাশককে রক্ষা করা। বৃথা মামলা মোকদ্দমায় না জড়ায়ে বাংলাদেশের পলিটিকাল জোকসের নতুন ধারা শুরু করা। আপনার কৌতুক দূর্বিনীত হোক, সুক্ষ হোক, স্থুল হোক--- কোন সমস্যা নাই। সেক্সসুয়াল হোক সমস্যা নাই। কিন্তু অশ্লীলতার একটা সীমার মধ্যে থাকলেই হবে। হাসিনা, খালেদা, এরশাদ, তারেক, জয়, বিএনপি, লীগ, জাপা, বাম, জামাত- যাকে খুশি ঘায়েল করুণ। ওয়ার্ড লিমিট ৩০০। ইনবক্স করতে পারেন, ইমেইল করতে পারেনঃ troublekid09@gmail.com