
গণজাগরণ মঞ্চকে মাইনাস, সাথে সাথেই শফি হুজুরকে প্লাস। মাইরি সেক্যুলার রাজনীতির মদিনা সনদ। জনাবা শেখ হাসিনার ফ্যান হয়ে গেলাম। রাজনীতির সকল অলিগলিতে তার অবাধ যাতায়াত আর মুন্সিয়ানা। ইসলামি রাজনীতিতে আছেন, বামেও আছেন। আস্তিকের বন্ধু, নাস্তিকের ভরসা। তিনি পান্তায় আছেন, ইলিশে আছেন, মাজার পূজারিদের সাথে আছেন, আশেকে রাসূলের সাথেও আছেন। তিনি জলে আছেন চীনের কাছে কেনা সাবমেরিনে, ডাঙ্গায় আছেন ভারতের জন্য দেয়া উদাম করিডরে, আকাশে আছেন ফ্লাইয়িং ড্রোনে-- তিনি রাশিয়াতে আছে পুতিনের সাথে, আমেরিকাতে আছেন লবিং ফার্মের ইস্তেহারে, ব্রিটেনের টিউলিপে আছেন, কুচকাওয়াজ বাহিনীর সাথে আছে ঠিকাদারি ব্যবসায় হাতিরঝিলে, ব্যবসায়ীর সাথে লক্ষ্মী হয়ে আছেন, কৃষকের মাঠে আছেন সস্তায় আলু পেয়াজের বস্তায়, পত্রিকাওয়ালার সাথে আছেন দুর্গা হয়ে, টিভির টকশোতে আছেন, ক্রিকেটের চারছক্কা হৈ হৈ তে আছেন। আপনি পছন্দ না করলেও তার পক্ষেই গাইছেন।
কথা ছিল প্রশাসন তার কথা শুনবে না ৫ জানুয়ারির আগে পরে- শুনছে এখনো
কথা ছিল আর্মি বসে থাকবে না- বসেই আছে, হয়তো শুয়েও আছে শান্তি মিশনে
কথা ছিল তাসের ঘর ভেঙে পড়বে দুর্নীতির অভিযোগে- পড়ে নি
কথা ছিল দেশপ্রেমিক আবুল ধরা পড়বে কানাডার আদালতে- পড়ে নি
কথা ছিল তারেক আসবে বখতিয়ার খিলজি হয়ে- আসেনি সে বিলেত থেকে
কথা ছিল শফি হুজুরের ভয়ে সরকার পালানোর পথ পাবে না- পালিয়েছেন উনিই
কথা ছিল মাহমুদুরকে মুক্ত করে আনবেন মাত্র ৩০ দিনে- পেরিয়ে গেছে তিন মাস
কথা ছিল মূসা লিখে যাবেন তুই চোর তুই চোর- ওপারে যাবার আগে দেখে গেলেন মদিনা সনদ
কথা ছিল দূর্বার গনআন্দোলন- হয়েছে লন্ডনের সমাবেশ
কথা ছিল মাছে ভাতে বাঙালি- হয়েছে ম্যাজম্যাজে পূর্ববাংলা