আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন আপনার ফেসবুকের কোন বন্ধুর প্রোফাইলে একটা লিঙ্ক শেয়ার করা আছে যেখানে আপনাকে কিছু একটা ডাউনলোড করতে বলা হয়েছে বা কোন একটা কিছু দেখার জন্য কোন লিঙ্ক দেয়া আছে। আপনি সেই লিঙ্কে ক্লিক করা মাত্র ফেসবুক থেকে লগআউট হয়ে গেলেন এবং আপনাকে আবার লগইন করতে বলা হচ্ছে। এরকম মূহুর্তে যদি ব্রাউজারের এড্রেসবারে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন লিঙ্কটা দেখতে ফেসবুকের মত হলেও ফেসবুক.কম না। ওখানে আপনার পাসওয়ার্ড দেয়া মাত্র আপনার একাউন্টের পাসওয়ার্ড হ্যাকারদের কাছে চলে যাবে এবং তারা আপনার একাউন্টে লগইন করে একই লিঙ্ক আবার পোস্ট করবে যাতে আপনার বন্ধুরাও একই ভুল করে। এতে আপনার বন্ধুদের ভেতরে অনেকে একাউন্ট হারাবে এবং তাদের বন্ধুরাও একাউন্ট হারানোর ঝুকিতে থাকবে। এতে করে প্রাথমিক ভাবে আপনার দু'টো ক্ষতি হওয়ার সম্ভবনা আছে-
১) আপনি আপনার ফেসবুক একাউন্ট হারাবেন
২) আপনার বন্ধুরা আপনাকে ভুল বুঝবে
ওসব লিঙ্কে ক্লিক করার পর আপনি যা দেখতে পাবেন তা দেখতে পুরোপুরি ফেসবুকের মত লাগলেও এটা আসলে একটা ফিশিং সাইট (নকল ফেসবুক)। এড্রেসবারের লিঙ্কের দিকে খেয়াল করুন-
বিষয়টিতে এখনি সাবধান হয়ে যান এবং অন্যদের সতর্ক করুন... কখনো কারো লিঙ্কে ক্লিক করার পর ফেসবুক আবার পাসওয়ার্ড চাইলে ঐ উইন্ডো ক্লোজ করে ব্রাউজারে নিজের হাতে ফেসবুক.কম টাইপ করে ফেসবুকে ব্যাক করুন।
নিজে নিরাপদ থাকুন, অন্যকে সতকর্ করুন।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৪