সাউন্ড এডিটিংকে অনেকেই বেশ জটিল কাজ বলে মনে করেন। আসলে কিছুটা জটিল তো বটেই। তবে সাধারন ব্যবহারকারীদের চাহিদা এতটা বেশী নয়.. একটু এক ফরম্যাট থেকে অন্য ফরমেটে রুপান্তর, কিছু ইফেক্ট দেয়া ও কাটাকুটি করা এবং একটি মিউজিকের সাথে আরেকটি মিউজিক মার্জ করতে পারলেই অনেকে খুশি। প্রফেশনাল কোন সাউন্ড এডিটিং টুল দিয়ে এসব সাধারন কাজগুলো করতেও অনেক কিছু জানতে হয়। কিন্তু আজকে আপনাদের এমন একটি টুলের সন্ধান দেব যেটি দিয়ে কোন রকম ট্রেইনিং ব্যতিতই রেকর্ডিং, এডিটিং, ইফেক্ট দিতে পারবেন। এছাড়াও টুলটি দিয়ে আরো অনেক কিছু করতে পারবেন। সুখের খবর হচ্ছে এটি একটি ওপেন সোর্স টুল এবং প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট.. মানে উইন্ডোজ, লিনাক্স ও ম্যাক ব্যাবহারকারীরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন- http://audacity.sourceforge.net/
যদিও টুলটি ব্যবহার করা একেবারেই সহজ, তথাপিও এটি ব্যবহার করা বিষয়ক কিছু হিন্টস দিচ্ছি।
- ডাউনলোড করে সেটাপ করে নিন।
- মাইক্রোফোন কানেক্ট করে রেকর্ড বাটনে ক্লিক করুন.. রেকর্ডিং শুরু হবে।
- রেকর্ডিং শেষে এডিটিং প্যানেল থেকে মাউসের বাম বাটন চেপে ধরে সাউন্ডের যেকোন অংশ সিলেক্ট করুন
- মেনুবার হতে ইচ্ছে মত ইফেক্ট দিন অথবা কাট-কপি করে অন্য কোন উইন্ডোতে পেস্ট করুন
- চ্যানেল যুক্ত করে আরো অডিও ইমপোর্ট করতে পারেন।
- পরিশেষে এক্সপোর্ট করুন।
এটি দিয়ে আপনার পিসি থেকে যেকোন এমপি-থ্রি বা ওয়েভ ফাইল ইমপোর্ট করেও কপি-কাট-পেস্ট করতে পারবেন। কয়েকটি উইন্ডো ওপেন করে নিয়ে ইচ্ছে মত কাটাকুটি বা রিমিক্স করতে পারবেন।
ডাউনলোড:
- মূল ডাউনলোড ফাইল
- LADSPA প্লাগইনস
- এমপি-থ্রি এনকোডার (ফাইল এমপি৩ ফরমেটে সেইভ করতে হলে একটা .dll ফাইল লাগবে যার নাম lame_enc.dll ..যেটি এর ভেতরে পাবেন।)
- VST Enabler
- আরো প্লাগইনস এবং ইফেক্ট
যদি ইনস্টল করার সুবিধা না থাকে, তাহলে জিপ ভার্সন ডাউনলোড করে নিন যা আনজিপ করলেই চলতে শুরু করবে।
ডাউনলোড: এখানে ক্লিক করুন
---
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১২