ও রুহু, দেখে যাও-
দেবীহীন এক পুজারির কষ্টের কারুকাজ
অশ্রুপ্লাবনে ভাসিতেছে,
নিদ্রাহীন রাতের ভাষা আজ শব্দহীনতায়
ঝরে যাওয়া পাতার ইতিহাস
অর্থাৎ পৃথিবী ব্যাপিয়া আর কোনো আর্ত নেই
যা অনুভূতির দ্বার খুলে ডেকে আনে আকুলতা
আর কোনো ভাষা নেই- নির্বাক নিশ্চল
তবু গন্ধবিধূর ধুপের মতো কেবল জ্বলে যাওয়া
কোনো বিচ্ছেদের আবহে
রুহু গো,
নিষ্প্রাণ দেহের কোটরে মরা শামুকের শ্বাস
মঙ্গলদীপ দিয়াছে নিভায়ে;
দেখে যাও কী সযত্নে অঙ্গে তুলেছি ভুজঙ্গ বিষ,
বিষাদের বিভৎস জীবন রচেছি
তোমার ষোলকলাপূর্ণ কঙ্কালের পাশা খেলায়
বোধের জমিনে তবু ঘনঘোর তিমিরের ঢল
ও রুহু, প্রাণভরে দেখে সার্থক হয়ে যাও...
আর আমি বলবো প্রাণভরে দেখে স্বার্থক করে যাও...
কারন আমি হারিনি, হেরেছে ও, মানে রুহু এবং এরা হেরেই যেত. যায় এবং যাবেও।
আমার শুধু প্রশ্ন করতে ইচ্ছে করে আমার জায়গায় ও হলে কি করত।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪০