বেশিরভাগ গৃহকর্ত্রীর ঘরকন্নার কাজ করতে করতেই দিন কেটে গেলেও, ঘরের ভিতরের কাজের পাশাপাশি ঘরের বাইরের অনেক কাজও গৃহকর্ত্রীকেই করতে হয় প্রায় সময়। বিশেষ করে কেনাকাটার কাজ। তবে প্রযুক্তির এই যুগে কেনাকাটা অনেকটাই সহজ হয়ে এসেছে ইন্টারনেটের বদৌলতে। ঘরে বসেই প্রয়োজনীয় জিনিসটি ক্রেতারা সহজেই কিনে নিতে পারছেন শুধুমাত্র কী-বোর্ডে আংগুলের খোঁচা দিয়েই। আজ আপনাদের জন্যে তাই কিছু শপিং-সাইটের খোঁজ নিয়ে এসেছি।
ঢাকাশাড়ি ডট কম(http://www.dhakasharee.com)। সাইটের নাম ঢাকাশাড়ি হলেও এদের পণ্যসম্ভার শুধু বিভিন্ন ধরনের শাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়; এছাড়াও সালোয়ার-কামিজ, গহনা, ফুল, পিজা, কেক, বিরিয়ানী, মিষ্টি, সাবান, শ্যাম্পু, পারফিউম কিনতে পারবেন এই ওয়েবসাইট থেকে। কেনাকাটা করার জন্য আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। নামধাম এবং ইমেইল এড্রেসসহ। এরপর জিনিসের অর্ডার করতে পারবেন সহজেই। এরা ভিসা, আমেরিকান এক্সপ্রেস এবং মাস্টারকার্ড গ্রহণ করে থাকে পরিশোধের মাধ্যম হিসেবে।
দেশীগ্রিটিংস ডট কম(http://www.deshigreetings.com/)। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এরা উপহার বিষয়ে বিশেষজ্ঞ সাইট। উপহারসামগ্রী ছাড়াও মহিলা এবং পুরুষদের জন্য বস্ত্রসামগ্রী, খাবার-দাবার, বাচ্চাদের কাপড়, কাঁচাবাজার, গৃহস্থালীর জিনিসপত্র ইত্যাদি কেনার সুযোগ থাকছে এখানে। বাংলাদেশী বেশ কয়েকটী নামী বস্ত্রসামগ্রী প্রতিষ্ঠানের তৈরিপোষাক এরা বিক্রি করে থাকে। অঞ্জন, বিবিয়ানা, রঙ, সাদাকালো ইত্যাদি তাদের মধ্যে উল্লেখযোগ্য। এখানেও কেনাকাটার জন্য আপনাকে সর্বপ্রথমেই নিবন্ধন করতে হবে যা বিনামূল্যে করা সম্ভব। তারপর আপনার পছন্দের জিনিসটি কিনতে পারবেন ভিসা, আমেরিকান এক্সপ্রেস, ডিনারস ক্লাব অথবা মাস্টারকার্ড দিয়ে।
উপরোক্ত দুটো ওয়েবসাইটই ক্রেতাসাধারণের জন্য তাদের সততা এবং সেবার কারনে বিশেষ সুনাম অর্জন করেছে ইতোমধ্যেই।
বুকসবিডি ডট কম (http://www.booksbd.com/)। বাংলা বই কেনার সাইট। জ্ঞান বাড়াতে যেমন বইয়ের বিকল্প নেই তেমনি অবসরের সঙ্গী হতেও তার জুড়ি মেলা ভার। এদের বইয়ের সম্ভার দেখে বেশ অবাক হতে হয়। বেশ কয়েকটি ক্যাটাগরীতে সাজিয়ে রেখেছে এরা তাদের বিশাল বইয়ের কালেকশন। এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্নদেশে ক্রেতাসাধারণের দোরগোড়ায় তাদের পছন্দের বইটি পৌঁছে দিচ্ছে অত্যন্ত স্বল্প সময়ে। বাংলাদেশের বাইরেও তাদের কয়েকটাই আন্তর্জাতিক অফিস রয়েছে। এসব অফিস থেকে তাদের পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আপনাকে কেনাকাটার জন্য প্রথমেই নিবন্ধন করে নিতে হবে তারপর পছন্দের বইটি কিনে নিতে পারবেন আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে। যাদের ক্রেডিটকার্ড নেই তাদের দুঃশ্চিন্তার কিছু দেখিনা কারন এরা পেপ্যাল এবং ই-চেকও গ্রহন করে থাকে। গ্রাহকসেবার বিষয়টিও বেশ মাথায় রাখা হয়েছে সাইটটি বানাবার সময়।
বিডিহ্যান্ডিক্রাফট ডট কম(http://www.bdhandicraft.com/)। এরা অন্যতম বড় দেশীয় হস্তশিল্পসামগ্রী বিক্রেতা। বাঁশ, পাট, কাঠ এবং ধাতব নির্মিত নানাধরনের সামগ্রী পাওয়া যাবে এই সাইটে। মেয়েদের জন্য শাড়ি, গহনার বাক্স, স্যান্ডেল এসব বিক্রি করে থাকে বিডিহ্যান্ডিক্রাফট। এছাড়াও ঘর সাজানোর নানা সামগ্রী, ছেলেদের ব্যাগ, ঝুড়ি, ট্রে, কোরানের রেহাল, ওয়াল হ্যাঙ্গার ইত্যাদি কিনতে পারবেন। কেনাকাটার জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে। এবং পেপ্যাল অথবা ক্রেডিটকার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ থাকছে। প্রয়োজনে ই,এম,এসের শিপিং চার্টটি দেখে নেয়া যেতে পারে। এছাড়াও এদের জিপিও পার্সেল সার্ভিস আছে বাংলাদেশের মধ্যে।
আরো বিস্তারিত তথ্যের জন্য সাইটগুলো থেকে ঢুঁ মেরে আসতে পারেন এক্ষুনি। ইন্টারনেটে আপনার কেনাকাটা শুভ হোক।