বিদায় নিলো ২০১২ ।যার শুরুটা ছিল আকাশচুম্বি প্রত্যাশার স্বপ্ন নিয়ে ।শেষটা স্বপ্নভংগের এক বিশাল সাগর হয়ে ।অবশ্য ২০১২ ই শুধু নয় বরং প্রতিটা বছরের শুরু ও শেষ এমনই হয়ে আসছে ।তারপরও আমরা স্বপ্ন দেখি ।কিন্তু স্বপ্ন সত্যি হয়ে ধরা দেয়না আমাদের । আজ গতকাল এমনকি এখনো পত্রিকা ,টিভি আর ভার্চুয়াল জগতে প্রকাশিত হচ্ছে ২০১২ এর সালতামামি ।চলছে ভাল মন্দের চুলচেরা বিশ্লেষণ ।সবাই যার যার নিজস্ব দৃষ্টিকোন থেকে বিচার বিশ্লেষণ করছেন ।তবে আমি মোটা দাগে একথা লিখতে দ্বিধা করবনা যে সামগ্রিকভাবে ২০১২ ছিল একটি দুঃস্বপ্ন ।একটি মূর্তিমান আতংক ।গুম ,হত্যা ,রাজনৈতীক সহিংসতা ,র্দুনীতি ,অরজকতাসহ কি ছিলনা ২০১২ তে ।আমরা হয়তো বড় বড় কয়েকটি দূর্ঘটনা দেখিয়ে বলব এসব বাদে তো ২০১২ ভালই ছিল ।আসলেই কি তাই ।এমন শত শত ঘটনা কি ছিলনা প্রতিদিন যা বিশ্বের কোন কোন দেশে পত্রিকায় প্রধান শিরোনাম হয় ?অবশ্য আমরা এভাবেই বেড়ে উঠছি ।বড় বড় ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে যাওয়া ছোট কিন্তু অত্যন্ত মারাত্বক ঘটনাগুলোকে আড়াল করে ফেলছে ।এতে আমরা সয়ে গেছি । একটা দেশের সাফল্য বিচার করা হয় ঐ দেশের সরকার তথা সরকারী সেবা মাধ্যমগুলোর সফলতার মানদন্ডে ।নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে অবকাঠাগত কিছু উন্নয়ন ছাড়া ২০১২ সালের সরকার ছিল পুরোপুরি ব্যর্থ ।সিমাহীন র্দুনীতি ,দলীয়করন ,ক্ষমতা আকড়ে থাকার মোহ ,বিরোধী রাজনৈতিক দলগুলোকে সহ্য না করা ,সরকারী ছাত্রসংগঠন কর্তৃক শিক্ষাংগনে অস্হিরতা বিশেষ করে জাতীয় স্বার্থের উপর দলীয় ও ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়ার কারনে সাধারন জীবন -যাত্রা ব্যহত হয়েছে বার বার । ২০১২ সাল ।যে সালে সংঘঠিত হয়েছে রাজনৈতিক ছত্রছায়ায় ইলিয়াস আলী গুমের ঘটনা ।বিরোধীদলকে প্রতিহত করতে যেয়ে চিত্রায়িত হয়েছে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষ ও আইনশূংখলা বাহিনীর সামনে ন্যাক্কারজনক বিশ্বজিত হত্যাকাণ্ড ।পুজিবাদী বিশ্বের কালপ্রিটদের বিলাসী জীবনের বাহুল্যতায় মঞ্চস্ত হয়েছে তাজরিন ট্রাজেডি । বলি হয়েছে শত শত নিরিহ শ্রমিক । পদ্মাসেতু দুর্নীতি ,হলমার্ক ,ডেসটিনি ,শেয়ারবাজার কেলেংকারী ,রামায়াত শিবিরের তাণ্ডব ,বছরজুড়ে রাজনৈতিক সহিংসতা ।এসব কি একথার দিকে ইংগিত করেনা যে আমরা ক্রমাগত অসভ্য জাতিতে পরিনত হচ্ছি ? আমরা কি পিছনের দিকে হাটছি না ? সুন্দর একটা দেশের জন্য দরকার মনের দিক থেকে সমৃদ্ধ এক জাতি ।তৃণমুল থেকে দেশকে গড়ে তোলার চিন্তাটা যদি না আসে ,দেশের জনগন যদি আত্বমযার্দাবোধ সম্পন্ন না হয় ,তাহলে বিশ্বজিতরা সভ্যতাকে বুড়ো আংগুল দেখিয়ে এভাবেই চলে যাবে ।আবুল ,সুরন্জিতরা এদেশে বার বার পার পেয়ে যাবে । প্রতি বছরের শেষেই আগমনি সুন্দর একটি বছরের স্বপ্ন দেখি আমরা ।কিন্তু কথায় আছে "যায় দিন ভাল আসে দিন খারাপ" ।বাংলার মানুষ মনের দিক থেকে যদি পরিবর্তন না হয় ,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী না হয় ,যদি জেগে না ওঠে "সত্যিকারের" মানবতাবোধ তাহলে একটা সুন্দর সমাজ ,একটা সুন্দর দেশ ,একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে হে ২০১৩ আমি দুক্ষিত , আমি তোমার ব্যাপারে আশান্বিত হতে পারছি না ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০