পৃথিবীতে আমি এসেছি আলো ফুটাতে
এসেছি ফুটাতে ফুল, পড়াতে দুল
প্রেয়সীর রক্তররাঙা কর্নে,
আধার নয়, চেয়েছি রাঙাতে রঙিন বর্নে
এই পৃথিবীর জড়া টুটাতে।
চেয়েছি কাঁদতে আঁধার স্বপনে
নির্যাতিতের পাশে, সুখের আশে
কাটাতে চেয়েছি কাল,
ধরতে চেয়েছি হাল
অমৃত পথের সন্ধানে।
হাহাকারের মাঝে হতে চেয়েছি সুখ
পিছিয়ে পড়া যাত্রি, হোক তিমির রাত্রি
বাঁধতে চেয়েছি বাহুডোরে
শপথ নিয়েছিলাম মহা প্রলয়ের ভোরে
আশাও বেঁধে ছিলাম বুক।
অথচ কি নির্মম কথা বাধে মর্মে
সমস্ত কবিতা ভাবে আমি খুনি
মস্তিকে নাকি পাপ বুনি
অন্তরে ব্যাথা, নিরুপায় অগ্যতা
সন্যাসি আজ, সব অপ্রচলিত মনের ধর্মে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৮