তোমাদের কি মনে আছে সেই গাঁয়ের কথা ?
ছায়া ঘেরা শান্ত সুনিবিড় ছোট্ট সেই গাঁয়ের কথা
সহজ সরল সেই মানুষদের কথা
তাদের সরলতার কথা, আন্তরিকতার কথা
মনে পরে কি ভোরের সূর্যোদয়ের কথা ?
পাখির কলকাকলিতে মুখর প্রভাত বেলার কথা
শিশির সিক্ত ভেজা মাঠে অবিরাম হেঁটে চলার কথা
গাঁয়ের পাশ দিয়ে বয়ে চলা সরু সেই নদীটার কথা
অথবা প্রতিদিনের ডুব সাতার প্রতিযোগিতার কথা
মনে কি পরে বৃষ্টিতে ভিজে চুপ চুপে হওয়ার কথা ?
মুগ্ধ হয়ে প্রকৃতির গান শোনার কথা
ভরা পূর্ণিমায় পুকুর পারে বসে থাকার কথা
কিংবা জোছনা রাতে বাঁশ বাগানে বসে জোছনা স্নান করার কথা
মনে পরে কি রংবেরং এর প্রজাপতি গুলোর কথা ?
অথবা অবিরাম বৃক্ষরাজির কথা
ধুলোয় মাখা আঁকা বাকা মেঠো পথের কথা
অথবা গোধূলির লালচে সোনালী আকাশপানে চেয়ে থাকা,
আরেকটি প্রভাতের প্রতিক্ষায় নতুন করে স্বপ্নের জাল বোনার কথা........?
------------------------------------------------
বেশ কিছুদিন আগে কবিতা লেখার একটা ট্রাই করসিলাম। শেষে এসে এই অপাঠ্য কিছু একটা বের হইসে। এবং আমি বুঝে গেছি যে সব কাজ সবার জন্য না।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৩