-----------------------------------------------
সেলামী: একটা সময় পর্যন্ত ঈদের প্রধান আকর্ষণ মানেই ছিল সেলামী। অসম্ভব মজার ছিল সেই ঈদ গুলো। নতুন টাকার নোট গুলো হাতে পেলে খুবই মজা লাগতো। সমবয়সীদের মাঝে সবসময় একটা প্রতিযোগিতা চলতো। কে কার চেয়ে বেশি টাকা পেল, এবং দিনশেষে কার কাছে বেশি টাকা থাকলো। ( আমার কাছেই যে সবচেয়ে বেশি টাকা থাকতো এটা নিশ্চয় আর বলে দিতে হবেনা।
এখন পুরো ব্যাপারটাই উল্টে গেছে। এখন আর কেউ সেলামী দিতে চায়না । উপরন্তু মাঝে মাঝেই আমাকে কিছু সেলামী দিতে হয়। তবে এটার একটা আলাদা মজা আছে। সবাই এটা বুঝবে না। বিশেষ করে ছোটরা যে আনন্দটা পায় সেটা আমাকে নিজের ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়.........।
-----------------------------------------------
বেড়াতে যাওয়া: এই ব্যাপারটা খুব মিস করি। আগে ঈদে অনেক বেড়াতাম। এখন আর সেটা পারিনা। ঈদের জামাত শেষে আগে বন্ধুদের সাথে বের হতাম। একটু বেলা হলেই খালার বাসা, নানুর বাড়ি আর মামার বাসায় যেতাম।
এখন আমি ঈদের নামাজ শেষে হয় নেটে বসি অথবা ঘুম দেই। এক ঘুমে দিন পার। ( বিশেষ করে এই কুরবানির ঈদে। ) রাতে খেয়ে দেয়ে আবার ঘুম...............।
-----------------------------------------------
ঈদের জামা:আগে ঈদে কিনবো না কিনবো না করে অনেক গুলো জামা কাপড় কিনে ফেলতাম। সবচেয়ে ভালো ড্রেসটা ঈদেই কিনতে চাইতাম। সেগুলো লুকিয়ে রাখার একটা ব্যাপার ছিল। ( যদিও আমি লুকানোর চেয়ে সবাইকে দেখিয়ে হিংসায় জ্বালিয়ে দিতেই বেশি ইচ্ছুক ছিলাম। ) আর এক্সট্রা ভাবের কথা নাই বা বললাম............।
এখন ঈদকে উপলক্ষ করে কাপড় খুব একটা কেনা হয়না। যখন মনে হয় কেনা দরকার তখনই কিনে ফেলি। তাই আগের সেই মজাটা আর পাইনা। আপ্সুস।
-----------------------------------------------
পোস্ট আর বড় করবো না। সবারই সময়ের দাম আছে। তাই আজকের মত আর জ্বালাচ্ছি না। । অগ্রিম ঈদ মোরারক্স।
==========================
স্যামনোটঃ
১। ঈদে শুধু খাইলেই চলবেনা। আপনি যদি অশিক্ষিত ও নির্বোধ না হোন তবে আশাকরি নিজের চার পাশটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। নিদেন পক্ষে ডিসিসির করিৎকর্মা (!) লোক গুলারে জানাবেন।
২। আপনাকে শিক্ষিত ধরে নিয়েই বলছি। গরুর দামের সাথে নিজের দাম ( সামাজিক মর্যাদা) মিলাবেন না। আপনি গরু না। আর দামি গরু কিনলেই নিজের মর্যাদা বারে না।
৩। ঈদের ৩ দিন খুব সাবধানে থাকবেন। ফুলিশ মামুরা ঘুমাইলেও চোর ডাকাতরা কিন্তু ঘুমায় না।
----------------------------------------------
ধুর পোস্টটা খালি বড়ই হইতেসে...............
কপিরাইট: সামিউর
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪২