
অনেকদিন ধরে ব্লগে কিছু লিখি না। আসলে আমি লিখতে পারিনা।




আজকের সবচেয়ে বড় উপহারটা পাই ঠিক রাত বারোটার কিছুক্ষণ আগে। আমার প্রিয় বাংলাদেশ পরাক্রমশালী ইংলিশদের বধ করেছে। অসম্ভব মজা পেয়েছি। নাক উচু ইংলিশদের জায়গা মতো দেয়া গেছে। লজ্জা থাকলে কিছুদিন আর আমাদের নিয়ে ঘাঁটাবে না। বিশেষ ধন্যবাদ বাংলাদেশ টিমের সবাইকে............। ওদের জন্যই আমার দিনটা একটু স্পেশালি শুরু হয়েছে।


ভেবেছিলাম রাত ১২.০১ মিনিটে পোস্টটা দিবো। কিন্তু সামু গতকাল গ্রাউন্ডেড ছিল।





আমাকে প্রথম উইশ করেছে স্বপ্নজয় ভাই।



আজকে আমার ছারাও অন্য অনেকের বার্থডে। তার মধ্যে কবি আল মাহমুদ অন্যতম। তার প্রতি রইলো আমার সশ্রদ্ধ সালাম। আর আজকে যাদের জন্মদিন তাদের সবাইকে আমার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা।
আসলে প্রতিটা দিনই স্পেশাল যদি মনে করা হয়। প্রতিটা মানুষ ও স্পেশাল। কখনো নিজের কাছে, কখনোবা পরিজনদের কাছে। সামুর কারণেই এত ভালো ভালো লেখা আর ততোধিক ভালো কিছু মানুষের সাথে পরিচয় / বন্ধুত্ব হয়েছে। সো, থ্যাংকস টু সামু। শেষে এসে একটা অনুরোধ। এসো আমাদের এই ছোট্ট সুন্দর দেশটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। সবাই মিলে এগিয়ে আসি, হাতটা বাড়িয়ে দেই। আমরা সবাই একসাথে চেষ্টা করলে অবশ্যই সুন্দর কিছু করতে পারবো।

আজকে প্যাচালের পরিমান বেশি হয়ে গেছে। আর আত্মপ্রচার না। কোনো প্যাচাল ও না। গুডবাই & হ্যাপ্পি ব্লগিং.........। ( সাথে আমার প্রিয় ২টা জন্মদিনের গান ফ্রী...............। )
১. সে কে – জন্মদিন – তপু
২. বেস্ট অব শাফিন আহমেদ – জন্মদিন তোমার – শাফিন আহমেদ
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২৯