আজকে বিখ্যাত গেম "প্যাক ম্যান" এর ৩০ তম বার্থডে। নেমকো র ডেভেলপ করা এই গেমটি ১৯৮০ সালের ২২মে জাপানে ১ম রিলিজ করা হয়। শুরুতে এটা ছিল আরকেড গেম যা কয়েন অপারেটেড মেশিনে খেলতে হতো। জন্মদিন উপলক্ষে গুগল তাদের সাইটে খেলার উপযোগী প্যাক ম্যানের ভারসন ছেড়েছে।
তথ্য কনিকা:
১। প্যাক ম্যান প্রজেক্টের কাজ শুরু হয় ১৯৭৯ সালের এপ্রিল মাসে। ৯ জনের একটি টিম কাজটি শুরু করে। ১ম নাম ছিলো প্যাকু ম্যান (জাপানি ভাষা)।
২। অনেকের মতে প্যাক ম্যান আরকেড গেমের মধ্যে সর্বাধিক জনপ্রিয় গেম ।
৩। এই গেম এর উপর ভিত্তি করে “প্যাক ম্যানঃ দি অ্যানিমেটেড সিরিজ” নামে একটি টিভি সিরিয়াল ( ১৯৮২-১৯৮৪ সাল পর্যন্ত ) বানানো হয়েছিলো যুক্তরাষ্ট্রে।
৪। “প্যাক ম্যান ফরএভার” নামে একটা গান এই গেমটির উপর ভিত্তি করে রচিত হয়েছিল। গানটা ইউএস টপচার্টে জায়গা করে নেয়।
৫। গিনিস ওয়াল্ড রেকর্ডস এ ৮ টি রেকর্ড আছে “প্যাক ম্যান” সিরিজের গেম গুলোর।
৬। ২০০৭ সালের ৫ জুন নিউইয়র্কে প্যাক ম্যান ওয়াল্ড চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। ৮টি দেশ থেকে ১০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দিতা করে।
চরিত্র গুলোর নাম:
৭। ২০১০ সালের ২১মে গুগল প্যাক ম্যান গেমের জাভাস্ক্রিপ্ট ভারসন তাদের হোম পেজে প্রকাশ করে । এটা করা হয় প্যাক ম্যানের ৩০ তম জন্মদিনকে সামনে রেখে (২২/৫/২০১০)।
৮। গুগল ডট কম – এই সাইটে প্রকাশ করা প্যাক ম্যান গেমটি ঠিক আসল প্যাক ম্যানের অনুরূপ।
৯। ১৯৮০ থেকে ২০১০ পর্যন্ত এই গেমটি তার জনপ্রিয়তা সমান ভাবে ধরে রেখেছে।
---------------------------------------------------------------------------------
গেম খেলেছে এমন লোকদের মধ্যে খুব কম লোকই আছে যারা প্যাক ম্যান গেমটি খেলেনি বা খেলতে দেখেনি। নিদেন পক্ষে নাম শুনেনি।
হ্যাপি বার্থডে প্যাক ম্যান কে আর ধন্যবাদ গুগলকে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া ও গুগল ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২৮