এই দেশে এক শহর ছিল
শহরে এক রাস্তা ছিল
রাস্তার ধারে এক বাড়ি ছিল
বাড়ির নাম এলোমেলো।
দোতলায় এক জানলা ছিল
জানলাতে এক মেয়ে ছিল
সেই মেয়েটি অপরূপা ছিল।
এই দেশে এক শহর ছিল
শহরে এক রাস্তা ছিল
রাস্তার ধারে এক বাড়ি ছিল
বাড়ির নাম এলোমেলো।
দোতলায় এক জানলা ছিল
জানলাতে এক মেয়ে ছিল
সেই মেয়েটি অপরূপা ছিল।
সেই নাম না জানা মেয়ের চোখে
কষ্ট ছিল, হাসিও ছিল।
সেই নাম না জানা মেয়ের চোখে
কষ্ট ছিল, হাসিও ছিল।
কি যেন তার বলার ছিল
দূর থেকে মনে হয়েছিল
ঠোট দুটো তার কেঁপে ছিল।
ভাবনা আমার হয়েছিল
এলোমেলো এলোমেলো।
মন আমার কেড়ে নিয়েছিল।
এই দেশে এক শহর ছিল
শহরে এক রাস্তা ছিল
রাস্তার ধারে এক বাড়ি ছিল
বাড়ির নাম এলোমেলো।
দোতলায় এক জানলা ছিল
জানলাতে এক মেয়ে ছিল
সেই মেয়েটি অপরূপা ছিল।
এক বিকেলে সেই মেয়েটি ইশারাতে বুঝিয়ে দিল
এক বিকেলে সেই মেয়েটি ইশারাতে বুঝিয়ে দিল
ভাগ্যই তার জন্ম ক্ষয়ে মুখের ভাষা কেড়ে নিল
বুঝিয়ে সে চলে গেল।
ভোরে দেখি শূন্য বাড়ি
এলোমেলো এলোমেলো।
স্মৃতি গুলো তার কাঁদিয়ে ছিল।
এই দেশে এক শহর ছিল
শহরে এক রাস্তা ছিল
রাস্তার ধারে এক বাড়ি ছিল
বাড়ির নাম এলোমেলো।
দোতলায় এক জানলা ছিল
জানলাতে এক মেয়ে ছিল
স্মৃতি গুলো তার কাঁদিয়ে ছিল।
---------------------------------
নাফিস কামাল ।
---------------------------------
ডাউনলোড লিংক।
----------------------------------
নাফিস কামালের গাওয়া এই গানটা আমার অসম্ভব প্রিয়। অনেকদিন খোঁজার পর ইউটিউবে গানটা পেলাম। তাই শেয়ার করলাম।
----------------------------------
ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৪