১। যখন খুব ছোট ছিলাম, দু’চোখে অনেক স্বপ্ন ছিল। যাই দেখতাম সবই রঙিন লাগতো। পৃথিবীটা অসাধারণ লাগতো। খুব সাধারণ ব্যাপার গুলো অনেক আনন্দ দিতো। ভোরের সূর্য আমাকে আলোকিত করতো। রাতের তাঁরা আমার স্বপ্নের রসদ যোগাত। বৃষ্টি আমাকে পবিত্র করতো। পাখির গান আমাকে মুগ্ধ করতো। সেই সময়ের অনুভূতি গুলো ছিলো অসাধারণ, যখন বুক ভরে বাতাস নিতাম আর খোলা মাঠে হেটে বেড়াতাম। এখন আর এইসব আমাকে আনন্দ দেয়না। এখন আমি বড় হচ্ছি। আমি আর আগের সেই আমি নেই। অনেক বদলে গেছি। সেই সরলতা সেই কোমলতা আর আমার মাঝে নেই। আমি হয়ে উঠছি নিষ্ঠুর। আমার রঙিন পৃথিবী হঠাৎই যেন সাদাকালো হয়ে গেছে।
২। প্রতিদিনই আমি কিছু না কিছু শিখছি। স্কুলে , কলেজে , ভার্সিটিতে আমি শিখছি। প্রতিটা ধাপ পার হচ্ছি আর অনেক কিছু শিখছি। কিন্তু শিখছিনা যা আমার দরকার। ভালোবাসতে শিখছিনা, শ্রদ্ধাবোধ শিখছিনা, হারিয়ে ফেলছি মূল্যবোধ। নষ্ট করছি নিজেকে। শিক্ষা আমাকে পরিনত করেছে কর্পোরেট বিজনেস কর্পোরেশনের পা চাটা কুকুরে। মাথায় ঢুকিয়ে দিয়েছে অর্থ চিন্তা। আজ আমি পারিনা নিজের মতো করে চিন্তা করতে। আজ কোনো মানবিক সম্পর্ক আমাকে স্পর্স করেনা। আমি সব কিছুতেই লাভ ক্ষতির হিসাব করি। আমার চারপাশে আজ চাটুকারের দল। সবাই আমাকে নিয়ে খেলছে, যে যার মতো আমাকে বিক্রি করে নিজেকে উপরে টেনে তুলছে। আমি প্রকৃতিকে হারিয়ে ফেলেছি। আমি হয়ে গেছি নিঃস্প্রাণ।
৩। অনেকটা পথ পাড়ি দিয়ে এসে আজ আমি পেছনে ফিরে তাকালাম। এ জীবনে আমার অনেক প্রাপ্তি। কিন্তু বিনিময় টা? বিনিময়ে আমি কি কি দিয়েছি? কি কি হারিয়েছি? কেউ এই হিসাবটা করেনা। সমাজ আমাকে এই হিসাবটা করতে দেয়না। আমি হারিয়েছি নিজেকে, হারিয়েছি বন্ধুত্ব আর ভালোবাসা। হারিয়েছি নিজের প্রিয় শখ গুলোকে, স্বপ্নগুলোকে। নিজেকে আমি নিজেই শেষ করেছি। আজ একটা প্রশ্ন হঠাৎ করেই সামনে চলে আসলো। আসলেই কি আমি স্বাধীন? নাকি স্বাধীনতার ভাব ধরেছি? আমি কি সেই শিক্ষাটা পেয়েছি যেটা পেতে আমার এই ধরণিতে আগমন? আমি কি নিজের জন্য কিছু করেছি নাকি সমাজ যেটা চাচ্ছে তাই করছি? আজ আমি সুবিধা পেলে শত অন্যায় ও হজম করে ফেলি। শত অন্যায় দেখেও না দেখার ভান করি। আজ আমার সময় কাটে টিভি আর মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে। নিজেকে দেয়ার মতো সময়ের আজ আমার বড় অভাব। আমার সব সময়, শ্রম আর মেধা আজ ব্যায় হচ্ছে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির প্রফিটের জন্য। তাদের ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়নের জন্য।
৪। এই যান্ত্রিক শহরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই মনে হয় চার পাশের এই ইট আর কংক্রিটের দেয়াল আমাকে নিঃস্তব্ধ করে দিবে। আমার চেনা শহরের সাথে এই শহরের কোনো মিল খুজে পাইনা। তবুও এই শহর ছেরে যেতে পারিনা। কারণ আমার যাবতিয় স্মৃতির সবই এই শহরকে নিয়ে। মাঝে মাঝে মনে হয় আমার মতো বুঝি এই শহরটাও নিস্তেজ, নিস্তব্ধ হয়ে যাচ্ছে।
৫। আমি দুঃখিত। আমি ক্ষমা চাচ্ছি। আমি আমার আত্মাকে ধ্বংস করেছি। নিজেকে আমি রুপান্তরিত করে ফেলেছি। সেই সহজ সরল ছেলেটাকে আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি এই নোংরা পৃথিবীতে। আমার কাছে আজ আছে শুধু কিছু স্মৃতি। তার কিছু পবিত্র স্মৃতি। প্রিয় অনেক মুহূর্ত। প্রতিটা সেকেন্ড যাচ্ছে আর আমি হারিয়ে যাচ্ছি। বিলিন হয়ে যাচ্ছি সময়ের গভীর স্রোতে। কিন্তু আমি ভুলিনি যা আমি ছিলাম। আমি ভুলিনি আমার শুরুটা। আমি ভুলবো না আমার শেষটা। শুধু শেষ বারের মতো বলতে চাই আমি আমাকে খুব মিস করছি।
( বানানের ক্ষেত্রে কিছু ভুল আছে। অনিচ্ছাকৃত এই ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হবো। পোস্টটা একই সাথে আমার ওয়েবসাইটে ও আমার ব্লগ সাইটে প্রকাশিত হয়েছে। এই ভাবনাগুলো একান্তই আমার ব্যক্তিগত। তাই বেশি সিরিয়াসলি নেয়া ঠিক হবেনা। )
কপিরাইটঃ বৃষ্টিবালক (http://bristibalok.co.cc )
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২৫