আমি মনে প্রানে মুসলিম। কিন্তু মাঝে মাঝে ইসলামের কিছু বিধান নিয়ে প্রশ্ন জাগে। এর কারন হয়তো জ্ঞানের অভাব। যাই হোক, একটা কথা কয়েকদিন থেকেই মাথায় ঘুরছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
ইসলামে যুদ্ধবন্দী নারী বা দাসীদেরকে ভোগ করার অনুমতি কেন দেয়া হয়েছে? আবার বলা হচ্ছে বিবাহ ব্যতিত সেক্স হারাম। এই নিয়মটা কি শুধু নারীদের জন্য যে তারা বিবাহ ব্যতিত সেক্স করতে পারবে না? তবে যে সকল যুদ্ধবন্দী নারী বা দাসীদেরকে ভোগ করার অনুমতি দেয়া আছে তারাও তো নারী, তাদের কে যদি ভোগ করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের পাপ কতটুকু?
আল্লাহ যা জানেন আমরা তা জানি না। নিশ্চই এই বিধানের কোন কারন আছে। আপনারা কেউ যদি সেটা জানেন, জানালে উপকৃত হবো।
(এই পোষ্টে আপত্তিকর কোন মন্তব্য মুছে ফেলা হবে।)