দেবী,
হেমন্তের কোন এক টিপ টিপ বারি স্নাত প্রভাতের লগ্নে পূজোর ফুল কুড়াতে গিয়ে পুতপবিত্র পুষ্পকাননে পূজারীর নয়ন পরিপূর্ণ হয়েছিলো তোমার চন্দ্রবদনের নির্মল আলোর ঝলকানিতে । তুমি যেন স্বর্ণমন্দীর ছেড়ে আমার চক্ষুসত্তায় ধরা দিলে মানুষ্য রূপে। সেই যে শুরু, তারপর হতে দেবলয়ের পূজিত পাথুরে ঐ দেবীর প্রতি আগ্রহ সরে গিয়েছে এ নিষ্ঠ্যূত পূজারীর। একটু প্রেম, একটু মোহ্ , কাম, ভোগ, বিদ্রোহ, সবকিছুতে পূজারী বিধ্বস্ত। তোমারে পেতে খাঁচায় বন্দি লালট সমেত অস্থিরতা আমার চতুঃপার্শ্বে। দেবালয়ে মন সঞ্চার করতে বিচ্ছিরি অনাগ্রহ। নয়নাভিরামে দেবি তুমি কেন-ই ধরা দিবে! আমি যে এক অনভিজ্ঞ জাতক।
দেবী,
মুক্তি দাও এ নিদারুণ যন্ত্রনার।
প্রেম অথবা মৃত্যু কিংবা ভষ্ম করে দাও।
এ অপেক্ষা হতে মৃত্যু শ্রেয়.......
ছবিঃ Sakhwat Tomal
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২০ দুপুর ২:৪৯