আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য নির্বাচনী প্রতিশ্রুতি...
আমাদের সরকার ক্ষমতায় গেলে... নতুন করে কয়েকটি মন্ত্রনালয় চালু করা হবে...মন্ত্রনালয়গুলো হল...
১)দূর্নীতি বিষয়ক মন্ত্রনালয়ঃ
এই মন্ত্রনালয় স্থাপনের মূল উদ্দেশ্য হল দেশের তৃণমূল পর্যায়ে দূর্নীতি পৌছে দেয়া।দূর্নীতিতে টানা পাচ বছর চ্যম্পিয়ন হওয়ার পর এখন সেখান থেকে দেশের র্যা ঙ্ক অনেক নেমে গেছে।তাই দেশকে আবারো চ্যাম্পিয়ন করার লক্ষ্যে প্রয়োজনে প্রতিটি ঘরে ঘরে দূর্নীতি পৌছে দিতে হবে।প্রয়োজনে ঘরোয়া রাজনীতির মত ঘরোয়া দূর্নীতি চালু করতে হবে.......
২)নোবেল পুরস্কার বিষয়ক মন্ত্রনালয়ঃ
এই মন্ত্রনালয়ের কাজ হবে দেশের কেউ নোবেল বা অন্য কোন আন্তর্জাতিক পুরষ্কার পাওয়ার জন্য দেশের কেউ মনোনীত হলে সেই পুরষ্কারটি আগে দেশের প্রধান্মন্ত্রী পেয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা...এবং যদি না পেয়ে থেকে তাহলে মনোনীত ব্যক্তি পাওয়ার আগে যেন প্রধান্মন্ত্রী পায় সেটা নিশ্চিত করা...
৩)ভাবমূর্তি বিষয়ক মন্ত্রনালয়ঃ
এটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রনালয় হবে।দেশে যে দলই ক্ষমাতায় থাকুক না কেন একটি কুচক্রী মহল সব সময়ই সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চেষ্টা করে...শুধু দেশে নয় বিদেশের কাছেও সরকারের ভাব-মূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্রে এরা লিপ্ত...কাজেই এদের ষড়যন্ত্র রোধ করাই হবে এই মন্ত্রনালয়ের কাজ।
৪)উন্নয়নের জোয়ার-ভাটা বিষয়ক মন্ত্রনালয়ঃ
দেশ প্রতিটি সরকারের আমলেই উন্নয়নের জোয়ার-ভাটায় নিমজ্জিত হয়।সেই জোয়ারের পানি ঢাকা শহরের অলিতে-গলিতে এমনকি মহাসড়কগুলোতেও একটু বৃষ্টি হলেই দেখা যায়।এক সরকারের আমলে হাটু পানি হলে পরবর্তী সরকারের আমলে তা কোমড় পানি হয়...কাজেই এই মন্ত্রনালয়ের কাজ অনেক...বিশেষত বর্ষার মৌসুমে সুয়ারেজ লাইন বন্ধ করে রাস্তার উন্নয়ন কাজ করাই হবে এদের প্রধান কাজ...
৫)তদন্ত কমিটি বিষয়ক মন্ত্রনালয়ঃ
সাধারনত দেশে প্রতি বছরই বিভিন্ন ঘটনার তদন্তে অনেক তদন্ত কমিটি গঠন করা হয়।তবে সেই তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট কখনোই আলোর মুখ দেখে না।এই ব্যাপারটাকে আরো সুনিশ্চিত করতে এবং তদন্তে প্রাপ্ত আলামতকে গায়েবী আলামত দেখাবার জন্যই এই মন্ত্রনালয় গঠিত হবে...দলের সবচেয়ে দূর্নীতিপ্রবন ব্যক্তি হবেন এই মন্ত্রনালয়ের মন্ত্রী...সরকারী দলের আমলাদের দূর্নীতির তদন্তের আলামত নষ্ট করাই হবে এই মন্ত্রনালয়ের কাজ...
৬)র্যা ব বিষয়ক মন্ত্রনালয়ঃ
এই মন্ত্রনালয়ের কাজ হবে দেশের বিরোধী দল ও সাধারন জনগনকে কিভাবে বিনা বিচারে মারা যায় তার ব্যবস্থা করা...তাছাড়া র্যােবের হাতে ধরা পড়ার পর অস্ত্র উদ্ধারে গেলে গুলি বিনিময়ের সময় কিভাবে এঙ্কাউন্টারে মারা যায় সে বিষয়ে নতুন নতুন কাহিনী তৈরী এবং ক্রসফায়ার থেকে এনকাউন্টার এবং এনকাউন্টার থেকে অন্য কোন নতুন শব্দের আবির্ভাব ঘটানো এগুলোই হবে এই মন্ত্রনালয়ের প্রধান কাজ...
আরো কোন নতুন মন্ত্রনালয়ের আইডিয়া থাকলে ব্লগার ভাইদের কমেন্টে শেয়ার করার অনুরোধ করছি... :p