অনেক দিন পর লিখতে বসছি, আমার বন্ধুদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সামহ্যোয়ারের কাছ থেকে ৩য় ব্লগ দিবসের আমন্ত্রণ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে আর দু:খ ও লাগছে যে অনেক অনেক দুরে থাকার কারনে আমি যোগ দিতে পারছিনা। আন্দামান ও নিকবর আইল্যান্ডে থাকার পরে ও সামহ্যোয়ারের মাধ্যমে সমস্ত তথ্য জানতে পারছি বলে ভালই লাগে তবে নিয়মিত লিখতে পারিনা শুধুমাত্র সময়ের অভাবে। এতদিন পরও বন্ধুরা আমাকে মনে রেখেছে বলেই বলতে পারছি......
দুরত্ব যতই হোক ..
কাছেই তো আছি............।
১৯ ডিসেম্বর ৩য় ব্লগ দিবসের যোগদানকারী সমস্ত বন্ধুদের আমার প্রাণঢালা অভিন্দন জানাচ্ছি.........
সামহ্যোয়ার ব্লগ খুলে দিয়েছে আমারদের মনের দুয়ার......
প্রতিটি নেট পাগল বাঙ্গালীর গর্ব সামহ্যোয়ার বাংলা ব্লগ.....
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৫