এবার দুর্নীতি দমন করবে সুপ্রিম কোর্ট কারণ তাদের হাব ভাব দেখে তাই মনে হচ্ছে , এবার দূর্নীতি তে প্রথম স্থান অধিকার করায় তাদের প্রেস্টিজে লাগছে তাই তারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কে গত ২৩ তারিখের প্রকাশিত রিপোর্ট এবং এর স্বপক্ষের তথ্য উপাত্ত জমা দিতে চিঠি পাঠিয়েছে। রির্পোট জমা দিলে সুপ্রিম কোর্টের পরবর্তী কাজ হবে , উপাত্ত দেখে ব্যবস্থা নেয়া ,কে কারা , কোন কোন বিচার , কোন কোন রায় ঘুস খেয়ে ঠুস করে দিছে তা কি আসলে সত্য নাকি মিথ্যা । অবশ্য একটি উপায় আছে তা যদি আইনমন্ত্রী নিজে বলেন এই কাজের সাথে বিরোধী দল জড়িত , এটা তাদের কাজ, এখনও যে বলে নাই সেটাই কম কি

যাই হোক বিচার বিভাগ দুর্নীতিতে প্রথম , টি আই বি র রিপোর্ট দেখেই খারাপ লেগে ছিল । আসলেই জানা দরকার কে এবং কারা বেশি বেশি দুর্নীতি করছে। এবং রিপোর্ট নিয়ে তারা কি ব্যবস্থা নেয়, দুর্নীতি বাড়িয়ে দিবে নাকি আগামীতেও স্থান অক্ষুন্ন রাখবে ।
গবেষণার তথ্য উপাত্ত জমা দিতে টিআইবি কে সুপ্রিম কোর্টের চিঠি
Click This Link