অনেক দিন পর আজ একখানা নোট লিখতে বসেছি।সমাজের সভ্যতা ও তার মাপকাঠি কোনদিনই বুঝি একমাপে থাকে না । আজ আমাদের দেশের বর্তমান তরুন সমাজকে নিয়ে কিছুটা বিব্রত। সত্যি বলতে এই নোটখানাই পড়ে সবাই যে কাজটা করবেন তার অর্ধেক বুঝবেন বাকী অর্ধেক রেখে দিবেন। আর কেউ কেউ আমার নোট বাদ দিয়ে আমার ছবি আমি কি করি , আমার ব্যক্তিগত জিনিস যেমন আমি কি বিবাহিত কি না নাহলে কি রিলেশনে জড়িত কিনা । কেন জড়িত না , ছ্যাকা টেকা খেয়েছি কিনা কোন রিলেশন না থাকলে আসলে আমি কি করে বেড়াই । রিলেশন ছাড়া বা বিবাহ ছাড়া আজকাল কিভাবে একজন নারী চলতে পারে ??? ইত্যাদি নিয়ে বিস্তর গবেষনা লাগাইয়া দিবেন । কেউ কেউ আমাকে নিয়ে এত নিম্নতর কথা বার্তা বা ভাবনা লাগিয়ে দিবেন যা সত্যি সহ্যের বাইরে। হ্যা আমি যে একখানা মানুষ তা তাদের মাথায় আসিবে না। আমি নারী ইহাই তাদের মাথাব্যথার কারন হয়ে দাড়াইবে। নারীরা শুধু সুন্দরসু ন্দর করে সাজিবে তাদের বেশভুষা আর তাহাদের চটকদার জিনিস থাকিতে হইবে। তারা কোন কথার গভীরে আলোচনা করিবে না। তাহারা শুধু পুরুষদের পাশে একখানা শো হইয়া থাকিবে। আর কর্মঠ নারীদের দ্বারা কাজ করাইয়া চিরকাল পুরুষেরা খঞ্জর লাগাইয়া দিয়াছে। ফ্রান্সের রাজা জোয়ান অব আর্ককে দিয়ে সব কাজ সমাধা করাইয়া তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলেছেন।যেসব পুরুষেরা তাদের পাশে থাকিয়াছেন তাদেরকে যদি নায়ক উপাধি দেই তাহা আজকের সমাজ দিতে রাজী না । খুব আশ্চর্য হই আমি আজকের ছেলেমেয়েদের বা তরুন সমাজদের দেখিয়া।
তারা একটু পর পর নিজেদের ভিলেন আর ভিলেননি রুপে পরিচয় দিতে পছন্দ করছেন । তারা বলেন একখান কথা করেন আরেকখান কথা ভাবেন আরেকখান কথা। এই টাকে বলে হিপোক্রেসি । সত্যি বলতে আমি নিজেই খুব কম মানুষের সাথে মিশি । গোটা বিশেক মানুষ যাদেরকে রোজ দেখি। আর হ্যা কাজের খাতিরে অনেক নতুন নতুন মানুষদের সাথে কথা বলতে হয়। কিন্তু কেমন জানি তাদের আচরন । তাদের চাহনি , তাদের ইচ্ছা। তাদেরে কথায় কথায় মিথ্যে কথা বলা । আর কোনকিছু করে তা অস্বীকার করা। আর কেন জানি একজনকে দেখিয়া বাকীরাও মিথ্যাবাদী আর লুচ্চা হইয়া যাচ্ছেন । এদের কোন মূল্যবোধ নাই।
মাঝে সাঝে এদের ডিগ্রী আর পারিবারিক স্ট্যাটাস দেখিয়া আর তাহাদের ব্যবহার ও প্রকাশভেদ দেখিয়া সত্যি আশ্চর্য হই।
আর যাহাই হোক আমাদের এই কিম্ভুত হিপোক্রেসি থেকে বাহির হতে হবে।
কিভাবে বের হতে হবে জানি না। কিন্তু বেরিয়ে আসতে হবে।
হিপোক্রসির ছাড়া আরেকখানা জিনিস মনে পড়ল স্বকীয়তা। যেমন আজকাল সবাই ইহা করে আমাকেও তাহা করিতে হইবে। আজ দুইজন তাদের মূল্যবোধ ছাড়িয়া দিয়াছে দেখিয়া বাকী যারা ভাল তাহারাও মূল্যবোধ ছাড়িয়া দিবে ইহা সত্যি অনেক দুঃখজনক। প্রতিটি মানুষের মধ্যে নিজস্ব কিছু জিনিস থাকে, প্যাকেজের ধান্দায় যেন আমরা তা খুইয়ে না বসি।
সবার মাঝেই কিছু না কিছু প্রতিভা আছে বা তাদের মাঝে কোন না কোন স্বকীয়তা আছে তা যেন হারিয়ে না যায় ।
যেহেতু সবাই শিক্ষিত হচ্ছে সেহেতু তাহাদের মাঝে নিজেকে এগিয়ে যাওয়ার স্পৃহা আছে। কিন্তু অন্যের প্রভাবে যেন তার নিজের ডিগনিটি হারিয়ে না ফেলে । ইহার তরুন সমাজের কাছে প্রত্যাশা রইল ।