পটুয়াখালীর একটি আসন থেকে চারবারের নির্বাচিত এমপি জাহাঙ্গীর হোসাইনের বদলে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ভাগ্নে শাহজাদা সাজু। শাহজাদা সাজুর পরিচিতি সম্পর্কে জাহাঙ্গীর হোসাইন বলেন, "রাজনৈতিক পরিচয় বলেন আর সামাজিক পরিচয় বলেন সবকিছু হলো তিনি হুদা সাহেবের ভাগ্নে। এর বাইরে ওনার রাজনৈতিক কোনো পরিচয় নেই।"
মনোনয়ন না পাওয়ায় একটু আশ্চর্য হলেও জাহাঙ্গীর হোসাইনের অবশ্য তেমন আক্ষেপ নেই। শাহজাদা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, "সে তো নয়ই, তার ফ্যামিলি, বাবা, চাচা, ভাই, কেউ কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।"
প্রশ্ন উঠতে পারে- আওয়ামী লীগের এতো দরদী সমর্থক, এতো ত্যাগী নেতা, এতো যোগ্য প্রার্থী থাকতে এরকম একজন বহিরাগতকে মনোনয়ন দেয়া কেন?
কারণ, সিইসি-র ভাগ্নে বলে কথা; আর কথায় আছে- মামা ভাগ্নে যেখানে, আপদ বালাই নেই সেখানে!
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯