বাংলাদেশ আওয়ামী লীগ আজ তাদের ৬৭তম ভুয়া প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনের এক সমাবেশ থেকে আত্মপ্রকাশ করেছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠালগ্নে সংগঠনটির সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে সংগঠনটির নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই সংগঠনটির নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ।
১৯৭৫ সালের ২৫ জানুয়ারী বঙ্গবন্ধু তাঁর তথাকথিত ‘দ্বিতীয় বিপ্লবে’র কথা বলে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল গঠন করেন। বঙ্গবন্ধুর হাতেই সে সময়ে কালের গর্ভে বিলীন হয় ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগও।
পরবর্তীতে, ১৯৭৮ সালে, সামরিক শাসক জিয়াউর রহমান বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুন:প্রবর্তনের উদ্যোগ নিলে বাকশালের কুশীলবরা পূর্বতন বাংলাদেশ আওয়ামী লীগ নামেই একটি দল গঠন করে। সুতরাং ১৯৪৯ নয়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত দলটিই এখন বর্তমান।
মজার বিষয়, আওয়ামীরা ভুলেও ১৯৭৫ সালের বিলুপ্তি আর ১৯৭৮ সালে নতুন দল গঠনের ঐসব ঘটনা মুখে আনে না।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ১:৪৩