বিনা ভোটে ক্ষমতায় বহাল আওয়ামীরা তত্বাবধায়ক পদ্ধতি বাতিলসহ সংবিধানে যেসব পরিবর্তন এনেছে সেগুলো যাতে পরে আর কেউ পরিবর্তন না করতে পারে সে আশায় (পড়ুন দুরাশায়) সংবিধানে ৭খ অনুচ্ছেদ যোগ করে। ঐ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত বিধানাবলী অপরিবর্তনীয়। বিচার বিভাগের স্বাধীনতাও সংবিধানের মৌলিক স্তম্ভ। কাজেই ষোড়শ সংশোধনীবলে বিচারপতি অপসারণ ধারাটির সংশোধন ৭খ অনুচ্ছেদ অনুযায়ী অবৈধ বলে যে যুক্তিতে রীট করা হয়েছিল সেটি আদালত যথার্থ মনে করেছে। আদালতের মতে ষোড়শ সংশোধনী ঐতিহাসিক দুর্ঘটনামাত্র।
আওয়ামীদের এখন অন্যের জন্য কুয়া খুড়ে নিজেই নিপতিত হওয়ার অবস্থা আরকি! অবশ্য এখন আপীল করতে গিয়ে আওয়ামীরা বলতে পারে বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক স্তম্ভ হওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আওয়ামী চেতনা আর উন্নয়নের ধুঁয়াই আসল! জনগনের ভোটাধিকার হরণ করে ক্রমাগত সেই স্লোগানই দিয়ে আসছে তারা।
আদালতের এই রায়ে যারপরনাই ক্ষুদ্ধ আওয়ামীরা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদে বলেছেন, ‘আমরাই বিচারপতিদের নিয়োগ দিয়েছি। হাইকোর্ট সংসদ প্রণীত আইন বাতিল করলে এটা খারাপ দৃষ্টান্ত হবে। যাঁরা বিচারক, তাঁদের আমরা চিনি, জানি। আমরা ক্ষমতায় বলেই তাঁরা বিচারক হয়েছেন।’
তা আর বলতে! আমার বিড়াল আর আমারেই ম্যাঁও?
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ রাত ১২:২৩