আজকের প্রথম আলো-তে “শফিক রেহমান গ্রেফতার পাচ দিনের রিমান্ডে” শিরোনামে একটি খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। সেখানে প্রতিবেদক লিখেছে- “জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা হয়েছিল নিউইয়র্কে। সেখানে এই মামলার বিচার সম্পন্ন হয়েছে। মামলার রায়ে সেখানকার বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের ৪২ মাসের কারাদন্ড হয়। এছাড়া ঘুষ লেনদেনের জন্য এক এফবিআই এজেন্টের বন্ধুর ৩০ মাসের কারাদন্ড হয়।”
প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় ছাপা হয়েছে প্রধানমন্ত্রীর প্রবাসী তনয় সজিব ওয়াজেদ জয়ের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাস যেখানে তিনি বলেছেন- তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে শফিক রেহমান গ্রেফতার হয়েছেন। শফিক রেহমান সাংবাদিক থেকে অপরাধী হয়ে গিয়েছেন সেটাও বলেছেন তিনি।
আরো কিছু প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ডিবির বক্তব্যসহ একই ধরণের খবর এসেছে। পাশাপাশি ব্লগের কতিপয় ব্লগারও একই রকম বেশকিছু পোস্ট দিয়েছেন। এই ব্লগে একজনতো অত্যুৎসাহী হয়ে একদিনের মধ্যে একাধিক পোস্ট দিয়ে ফেলেছেন।
জয়ের স্ট্যাটাসে এই খবরের সত্যতার সূত্র হিসেবে মার্কিন বিচার বিভাগের কথা উল্লেখ করা হয়েছে। মার্কিন বিচার বিভাগের ওই বিবৃতি ঘেটে দেখা যায় বিএনপি নেতার পুত্র এবং এফবিআই সদস্য ও তার বন্ধুর বিরুদ্ধে প্রাথমিক যে অভিযোগ আনা হয়েছিল তা হলো- to obtain information about Individual1 (internal, confidential documents and other confidential information), to locate Individual 1, and to harm Individual 1 and others associated with Individual 1 । ডিপার্টমেন্ট অব জাস্টিস বাংলাদেশের যে Individual 1 এর কথা বলছে- তিনিই সজীব ওয়াজেদ জয়।
ডিপার্টমেন্ট অব জাস্টিসের ওই বিবৃতি মতে এই মামলার তদন্ত আর শুনানীর পর এফবিআই সদস্যের যে অপরাধের জন্য ৬০ মাস সাজা হয়েছে সেগুলো হচ্ছে-(1) conspiracy to engage in a bribery scheme; (2) soliciting bribes by a public official; (3) conspiracy to defraud the citizens of the United States and the FBI; (4) theft of government property; and (5) unauthorized disclosure of a Suspicious Activity Report । যে অপরাধের জন্য এফবিআই এজেন্টের বন্ধুর ৩০ মাসের আর রিজভীর ৪২ মাস সাজা হয়েছে সেগুলো হচ্ছে bribery and conspiracy to commit fraud । দেখা যাচ্ছে চুড়ান্ত রায়ে কোথাও কিন্তু কাউকে অপহরণ বা হত্যার কথা বা ঈঙ্গিত নেই ।
অথচ আওয়ামী প্রপাগান্ডা সিন্ডিকেটের শিখন্ডী প্রথম আলোর ট্যুইস্টিং খেয়াল করুন। তারা লিখেছে, নিউইয়র্কে জয়কে অপহরণ ও হত্যা মামলার বিচার হয়েছে এবং রায়ে রিজভীর ৪২ মাসের কারাদন্ড হয়েছে। এটা নির্জলা মিথ্যা। ইন ফ্যাক্ট আমেরিকা কেনো কোনো দেশেই অপহরণ বা হত্যার ষড়যন্ত্রের অপরাধের শাস্তি এতো সামান্য নয়। প্রকৃতপক্ষে রিজভী ঘুষ দিয়ে এফবিআইয়ের কাছে থাকা সজীব ওয়াজেদ জয়ের “Suspicious Activity Report” সংগ্রহ করতে চেয়েছিল। সেই অপরাধেই এ তিনজনের সাজা হয়েছে। প্রথম আলোর খবরের সাথে সুর মিলিয়ে জয়ের ফেসবুক স্ট্যাটাসটিও সত্যের অপলাপ। আওয়ামী প্রপাগান্ডা সিন্ডিকেটের শেষভাগে রয়েছে কিছু ব্লগার যারা একটি বায়বীয় অপহরণ ও হত্যা ষড়যন্ত্র তত্বের নিরন্তর প্রচার চালিয়ে যাচ্ছে।
ডিপার্টমেন্ট অব জাস্টিসের সেই বিবৃতি
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬