বাস্তব জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা কিন্তু কৌতুকের চাইতেও কৌতুককর হয়ে ওঠে।
প্রথমে কৌতুকটি শুনুন। এক ছেলে দৌঁড়িয়ে থানায় এসে হাফাতে হাফাতে বলছে, ''দারোগাসাহেব, দারোগাসাহেব জলদি আমার সাথে আসেন। একলোক আমার বা্বাকে মারছে!'' দারোগা জিজ্ঞেস করলো, ''কোথায়? কখন থেকে মারামারি শুরু হয়েছে?'' ছেলেটি বললো, ''এইতো থানার কাছেই, আধঘন্টা যাবৎ মারামারি চলছে।'' ''তাহলে এতক্ষণ থানায় খবর দাওনি কেন?'' দারোগার প্রশ্ন। ছেলেটির উত্তর, ''বারে! এতক্ষণ বাবা জিতছিলো যে!''
এবার বাস্তব। অনেকের হয়তো মনে আছে ১৫ মার্চ ২০০৭-এ আমেরিকায় নিরাপদ জীবন যাপনের লক্ষ্যে চলে যাওয়ার সময়ে ঢাকা এয়ারপোর্টে এখনকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ''আমাদের আন্দোলনের ফসল এই তত্ত্বাবধায়ক সরকার।তারা ফেল করলে আমাদের লজ্জা পেতে হবে। বিএনপি-জামায়াত আমাদের দোষারোপ করবে।… তত্ত্বাবধায়ক সরকার তো মহাচোরদেরই ধরছে। এতে আমাদের ভীত এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দুশ্চিন্তার কী আছে? আমরা ক্ষমতায় গেলে তাদের এসব কার্যক্রম রেটিফাই করে দেবো। দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের প্রশংসা করছে।''
অন্যদিকে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাতৃভাষা দিবসের আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ''সেই তত্ত্বাবধায়ক সরকার যাদের নির্বাচন দেওয়ার কথা, তারা বেশ গেড়েই বসে গেল। তখন আমরা কী দেখলাম? রাজত্ব চালাচ্ছে কে? তত্ত্বাবধায়ক সরকার আছে। ফখরুদ্দিন-মঈন উদ্দিন, এরা যাদের আপনজন, সেটা বিএনপিরই আপনজন। ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করত ফখরুদ্দীন, খালেদা জিয়া তাঁকে এনে গভর্নর বানাল। নয়জন সেনা অফিসারকে ডিঙিয়ে মঈন উদ্দিনকে সেনাপ্রধান বানায়। যখন তারা ক্ষমতায় বসল, ততক্ষণে তাদের ভিন্ন রূপ দেখা দিল।..সম্পাদক সাহেব ডিজিএফআইয়ের লেখা ছাপিয়ে ভুল করেছেন বললেন কিন্তু সেই ভুলের খেসারত বাংলাদেশের মানুষ দিল, আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিল, এ দেশের ব্যবসায়ী মহল দিল, ছাত্র সমাজ দিল, সকলেই দিল। আর যেহেতু আমার বিরুদ্ধে লিখেছে সে জন্য আমি ও আমার পরিবার তো দিয়েছিই।''
এখন আপনারা একটু মিলিয়ে দেখুনতো কোনটি বেশী কৌতুককর?
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬