প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, ‘আপনি লাফিয়ে এসে অন্যের মাথায় বাড়ি দিবেন, এখানে সেনাবাহিনী কেন এয়ারফোর্সও কিছু করতে পারবে না।’
তিনি বলেন, ‘সহিংসতার দায়ভার আমরা কেন নিতে যাব? নির্বাচনী সহিংসতায় মৃত্যুর দায়ভার কমিশন নেবে না। যারা সহিংসতা করছে বা করবে, এর দায়ভার তাদেরই নিতে হবে।’
ভোটের সময় দীর্ঘসময়ে নিজের বাইরে থাকার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি কারও কাছ থেকে ছুটি নেইনি। নিজের ছুটি নিজেই নিয়েছি। নির্বাচনের প্রক্রিয়া আগে ঠিক করা হয়েছিল। এজন্য ছুটির ব্যাপারে কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি।’
তিনি নির্বাচনী কর্মকর্তাদের সহায়তায় আগের রাতে ব্যালট পেপারে সিল মারার বিষয়টি উড়িয়ে দেন। বলেন, ‘এটিও একটি বিচ্ছিন্ন ঘটনা। সব ঘটনাকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। যত দ্রুত সম্ভব এ ধরনের মানসিকতা বদলাতে হবে।’
পত্রিকা থেকে কপি-পেস্ট। মন্তব্য যা করার শিরোনামে করেছি। আর কিছু বলার প্রয়োজন বোধ করছি না।