সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (ইংরেজি: Search Engine Optimization) বা সংক্ষেপে এসইও (SEO) হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা হয়। এসইও কোনো একক কাজ নয়, বরং বহুক্ষেত্রে বিভিন্ন ধরণের কাজের সাথে সম্পৃক্ত একটি পদ্ধতি, বলা যায় সমন্বিত পদ্ধতি।
সাধারণত একটি সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রাউলার বা সার্চ রবোট বিভিন্ন সময় কিংবা কোনো নির্দিষ্ট সময় ওয়েবে থাকা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়ায়। তখন রবোটটি কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য খুঁজে বেড়ায়। ওয়েবসাইটের সেই সকল বৈশিষ্ট্য নিশ্চিত করে ওয়েবসাইটকে সার্চ রবোটের কাছে তথ্যসমৃদ্ধ করার কাজটিই মূলত প্রকৃত চ্যালেঞ্জ হয়ে থাকে এসইও'র। সাধারণত রবোট একটি ওয়েবসাইট ক্রাউল করার বা ঘুরে বেড়ানোর সময় যে বিষয়গুলোতে দৃষ্টিপাত করে, সেগুলো হলো:
ওয়েবসাইটের টাইটেল বা নাম
ওয়েবসাইটের ডেসক্রিপশন বা বিবরণ
ওয়েবসাইটের মেটা ট্যাগ
ওয়েবসাইটের সাইট ম্যাপ
ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর টাইটেল বা নাম
ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর অল্ট বিবরণ
ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর ক্যাপশন ইত্যাদি
এই বিষয়গুলো নিশ্চিত করে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে দৃষ্টিগোচর করার কাজটিই এসইও'র মূল কাজ পরিগণিত হয়। এছাড়া, ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিনের কাছে সাবমিশন বা সমর্পণ, বিভিন্ন এনালিটিক্স সফ্টওয়্যার ও ওয়েব এনালিটিক্স ফ্যাসিলিটিস ব্যবহার করে অপেক্ষাকৃত আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ট্যাগ উন্নয়ন, বিভিন্ন সম্ভাবনাময় ওয়েবসাইটে বিজ্ঞাপন স্থাপন বা আদান-প্রদান ইত্যাদির মাধ্যমেও এসইও কাজ করে থাকে।
আরো দেখুন:
গুগল, প্রখ্যাত সার্চ ইঞ্জিন
ইয়াহু!, সার্চ ইঞ্জিন
বিং, সার্চ ইঞ্জিন