★★ক্ষুদাই ধর্ম★★
কথাঃ থোয়াইউচিং
ক্ষুধা কাহাউকে জিজ্ঞেস করিতে চাইনা,
তুমি হিন্দু না বৌদ্ধ?
তুমি খ্রিষ্টান না মুসলিম?
ক্ষুধা চলে পেটের সাথেই তমল যুদ্ধ।
এই দেহ কেবলি তার মায়া,
পেটের বিনিময়ে তাহারি দেহের দয়া,
কেহ কি তাহা বুঝিতে চাই,
ধর্ম নিয়া কেনই বিবাদে যায়?
পেটের ধর্ম শুধু একটাই,
ক্ষুধা নিবারণের তার উপাই,
তৃপ্তিতে তাহার মুক্তি ঘটে,
ধর্মের ভাগাভাগী নাহি রতে।
ক্ষুধা নিবারণ ঘটিলে তাহার,
প্রশান্তি বিলাস করিবে আহার,
বাহ বা বলিয়া উঠিবে মন,
ক্ষুধাই ধর্ম ইহাই জীবন।
তুমি সময়ে আসিয়া দরজায়,
ভিক্ষা চাহিয়া থাকো নিরালাই,
পেটের এই চরম বার্তা,
মানিবে কি বিপদ বাধা?
তুমি মানব তুমি হাসিলে,
তুমি ধর্মে রুপ বদলিলে,
আহা পেটেই তোমার ধর্ম,
তাহার নাই কোন অপকর্ম।
২৪ মে ২০১৬
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ রাত ৯:৩১