★★★মূলহীন সত্য★★★
কথাঃ থোয়াইউচিং
শাসনের নামে শোষণ চলে,
দেশটি আবার গণতন্ত্র,
গরীবের ভাত কেড়ে নিতে,
তাদের একমাত্র ষড়যন্ত্র।
.
পাহাড় জ্বলে ধাও ধাও,
সমতলে শুধু খুন,
রাষ্ট্রের ধর্ম ইসলাম হলো,
সত্যবাদীদের শুধু গোম।
.
শিক্ষকের মযার্দা দিয়েছে তারা,
কানে উঠ বস,
স্মরণীয় রাখা খুব উচিত,
না ভুলা দিবস।
.
খোলা প্রেমে শুধু বহিস্কার,
আইনের চোখে দোষী,
ধর্ষণ করা দেশে মানাই,
তারাই তো সাহসী।
.
তনু গেল ভব ছেড়ে,
আইনের হাত ভাঙা,
সাহসীর হাতে প্রচুর অর্থ,
আইনের পকেটতো চাঙা।
.
ধর্মীয় গুরু লাশ পরে,
একের পর এক,
বিচার হয়নি আজো কারো,
কাঁদেনি রাষ্ট্রের বিবেক।
.
ব্লগারের মুখ বন্ধ করতে,
দিচ্ছে কত হুমকি,
রাত হলেও আধার নয়,
জ্বলবে পোকা জোনাকি।
.
চালাক চতুর এই রাষ্ট্র,
দুর্নীতিতে বড়ই ওস্তাদ,
যাদের পারে শোষণ করে,
খাটাই ক্ষমতার প্রভাব।
.
আইনও এবার হরতাল ডাকে,
হাসার মত কিছু,
কোন দেশটাতে জন্ম নিলাম,
আইন বড়ই নিচু।
.
শ্লোগান জয়গান চলতে থাকে,
পুলিশ পেটাই গরু,
আইনের নামে জনগণ পশু,
তাই তো লাঠি শুরু।
.
বিচার নামে সবি ফাঁকি,
এক একটা বাটপার,
তাদের জন্য এই দেশেটে,
নেই কোন কারাগার।
.
নিরীহ তুমি নিরীহ আমি,
নিরীহ দুবেলার মানুষ,
তাদের নামে এই নিরীহ,
রঙিন মত ফানুস।
.
চলবে কলম সত্যের খুঁজে,
মৃত্যু থাক দুয়ারে,
প্রাণ যাবে পিঁপিলিকার ন্যায়,
শ্লোগান আসুক জুয়ারে।
.
২০ মে ২০১৬
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ ভোর ৬:৫০