★★★সাদা পাতার কালী★★★
.
কথাঃ থোয়াইউচিং
.
শূন্য খাতায় ভরাত হলো,
সব ধর্মের নাম,
খুনি শুধু অজ্ঞাত পুরুষ,
কেবা দেয় দাম?
.
খুন যে করে সব খুনিরা,
নাম তাদের দুর্বৃত্ত,
আইনের ভাষায় সহজ কথাই,
এই নামটাই অমৃত।
.
নেই আসামী, নেই অপরাধী,
এদের নামটো আলাদা,
খুনের পর সব দুর্বৃত্ত,
এটাই উত্তম দাদা।
.
বাদ যায়নি ফকির পীর,
বাদ যায়নি গুরু,
সব গুরুদের মুন্ডু যাবে,
সবে মাত্র শুরু।
.
আইনের চোখে টাকার বান্ডিল,
আরো সরিষা ফুল,
সৎ লোকেদের সৎ থাকাটাই,
এটাই ভূলের মাশুল।
.
দুর্বৃত্তদের মেলেনি আজো চিহ্ন,
পাইনি তাদের খুঁজ,
সংবাদ পত্রে সেই হেডলাইনটা,
সাজাই কত রোজ।
.
মিলবে আবার কেমন করে,
সবখানেই যে দুর্বৃত্ত,
আইনের নাকে সরিষা তৈল,
আইন যে আজো ঘুমন্ত।
.
কথাই কথাই শুধু খবরদারি,
কাজের বেলাই কই,
পাশের ঘরে খুনটা হলেও,
তোমার কানে কি বয়?
.
সব লোকেরি অস্তিত্ব আছে,
দুর্বৃত্তের বেলাই নেই,
ভিন্ন গ্রহের মানুষ গুলো,
কারা চালান দেয়?
.
পীর বাবারি মুন্ডু গেল,
বৌদ্ধ বাবাও শেষ,
ফাদার তার প্রাণ বাঁচাতে,
হিন্দুও ছাড়লো দেশ।
.
বাংলাদেশে সব কিছু হয়,
শূন্য খাতাই কালী,
মৃত মানুষের প্রাণ বাঁচাতে,
ভাগবানেরেও দেয় গালি।
.
বড় মাপের খুন যে হলো,
শাস্তি হবে কবে?
দুর্বৃত্ত ঔই নামটা দিয়ে,
আঙুল চুষে রবে।
.
দেখেছি কত, দেখবো কত,
ধর্ম পিতাও খুন,
সাধারণ লোকের প্রাণ বাঁচাতে,
আইন কি বলছে শুন?
.
আইনের মত আইন আছে,
ফাইন দিয়ে যায় জনতা,
দুর্বৃত্তদের মুখোশ যে খুলতে,
আইনের নাই ক্ষমতা।
.
মন্ত্রীরা সব বলা - বলি,
বাঁচাল লোকেও কই,
বুদ্ধি বিনীহ নির্বোধ কথা,
লোকে কি করে সই?
.
হায়রে দেশ বাংলাদেশ,
খুনা খুনাতি মাস্টান,
সব দেশেতে আজ পরিচিত,
সব তোমার খুনের অবদান।
১৫ মে ২০১৬
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৬ সকাল ৮:৩২