★★★নিশ্চুপ মানবতা★★★
.
কথাঃ থোয়াইউচিং
.
বিনা পয়াসাই দালানকোঠা,
বিনা পয়সাই ঘর,
নেতারা আছে আমদে,
গরীবের কি খবর?
.
দুধের মাছির জনসেবা,
গরীবের পাইলে কুপা,
নেতার বিপক্ষই অন্ধ,
পেটের দায়ে বোবা।
.
জমিতে আছে ফসল,
গরীবের ঘরে খালি,
নেতার ঘরে ধন-সম্পদ,
তবুও দিই হাত-তালি।
.
শুণ্যে ভরা সংসার,
যে গড়ে ভুবন,
সেটো কেউ নয়,
অভাগা সেই জনগণ।
.
পেটের দায়ে কাজ,
বার মাসের গল্প,
কষ্টে গড়া ফলস,
সেই পাইতো অল্প।
.
মাথার ঘাম মাঠে,
জমি ভরা কষ্ট,
সব নেতারা শুধু,
টাকা গুণতে ব্যস্ত।
.
হায়রে তোমার জনসেবা,
মঞ্চে উঠলেই হাত-হালি,
স্বার্থবাদী অদৃশ্য মানব,
গরীবরে দেয় গালি।
.
রাস্তার পাশে পথশিশু,
দুইটা টেহা দেন,
এক পয়সার বিনিময়ে,
কোটি টাকার লেনদেন।
.
আগের দিনে জমিদার,
বর্তমানে সে নেতা,
গরীবের জমির টিপসই,
বর্তমানে শুধু দালানকোঠা।
.
সেই গরিবের ক্ষেত,
মাঠে ফেলা ঘাম,
কোন নেতাই দিয়েছে,
এই ন্যায্যের দাম?
.
ভোটের আগে ভাষণ,
গরীবের কষ্ট চাইনা,
ভোটের পরের কথা,
বিলুপ্ত কিনা জানিনা।
.
মন্ত্রী বলে মিডিয়াই,
গরীব নেই দেশে,
ক্ষুদার জ্বালাই পথশিশু,
ক্রন্দন আসেনি ভেসে?
.
রাস্তা পাশে ঘুমানো,
বঞ্চিত কতই কিছু,
নজরতো পরেনি চোখে,
স্বার্থের ধান্ধাই পিছু।
.
সেবাই বুঝে তোমার,
অক্লান্ত স্বার্থের সেবা,
তারা কি অন্ধ?
নাকি সবাই বোবা?
.
মুখে মানবতার মুকুট,
কাজে হাওয়াই গুলি,
সন্দেহ লাগে আবার,
হয়তো ঘুরেনি অলি গলি।
.
গরীবের অর্জিত পয়সা,
হিসাব হয় "কর"(Income Texas)
নেতা তুমি বৃথা,
গরীবের উপর নির্ভর।
.
কি বলি কথা,
নেতাটো সেই হয়,
যে যত চাপাতি,
সময়ে হবে ক্ষয়।
১৪ মে ২০১৬
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৪৭