★★পার হয়ে গেলো যৌবন★★
.
কথাঃ থোয়াইউচিং
.
মাথার চুল গুলি পেকে গেছে,
পেকে গেছে গোঁফের সেই লম্বা দাঁড়িও।
শুণ্যটা এখনো যে চেয়ে আছে,
চেয়ে আছে সেই স্বপ্নের বাড়ি-গাড়িও।
.
কি আশায় ছুটেছি তার পিচ্ছে,
বয়স তাই বেড়ে গেল সবটাই মিচ্ছে।
.
ভাবতে ভাবতে দিন গুলি যায়,
তবুও মিলেনি এক টুকরো চলার উপায়।
.
সময় যায় চলে আপন মায়ায়,
পা রাখতে আজো পারিনি আপন ছায়ায়।
.
কি ধারুন জীবন অনিত্য খেলা,
দেখতে দেখতে কেটে যায় সব বেলা।
.
আমি আমার জীবন করি খেলা,
সবটাই যে সময়ের খেয়াল খুশির অবহেলা।
.
সূর্য উঠে ডুবে যায় নিরবে,
কে ঠেকাতে পারে তারে এই ভবে?
.
সবি তার আপন খেলা ভূবনে,
কখনো খেলে সামনা-সামনি কখনো গোপনে।
.
আজ বড় দীঃর্ঘশ্বাস ফেলেছি বায়ু,
কমে এসেছে হাজার চেষ্টার নিরব আয়ু।
.
ছেড়ে দিতে হবে আমারি দেহ,
কেই বাই নিতে চাই এই বিরহ?
.
শুধু নিয়ে যায় কর্মের ফল,
.যা দিয়ে রচনা করবো আগামী সমতল।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ সকাল ৯:১৭