★★★অমৃত শ্লোক★★★
.
কথাঃ থোয়াইউচিং
.
দেশে কি কেমন অবস্থান?
খবরে উপর খবরদারি,
ব্লগারের মুক্ত চিন্তাধারা কে,
রাখে তারা নজরদারি।
.
পুলিশের সেই বাশেঁর আঘাত,
খেয়েছে কত নর-নারী,
তবুও তারাই যে ভাল,
পদবী যে সরকারী চাকরী।
.
আন্দোলনের সেই কঠিন শ্লোগান,
ব্লগার খুনের আহাজারি,
রাষ্ট্র তার বিচার না দিয়ে,
বলে একোন বাটপারি।
.
আইন তার হাত গুটিয়ে,
করছে টাকার লুকোচুরি,
তদন্তকারী জনগনের সামনে এসে,
দেখাই কত বাহাদুরি।
.
প্রশাসন তার চেয়ারে বসে,
করেছে কতই চুরি,
তবুও কোন প্রমাণ মেলেনা,
বাহ! কি পরোপকারী?
.
জনগণের কোটি টাকার ঠেলায়,
বাড়িয়েছে পেটের ভুরি,
সেই অসহায় লোকদের দেয়নি,
এক পয়সাও টাকাকড়ি।
.
রাষ্টের আইনের শেষ নেই,
লিপিবদ্ধ সংবিধানের ডায়রি,
কি রকম দেশের সেবা,
কোন কাটার ঘড়ি?
.
এসি রুমে মৃদু ভাষণ,
কাজ চাই তারাতারি,
নন্দলালের জারছ ভাইয়ে মন,
এত কেন দরকারি?
.
পেটে ভাত যে পরেনা,
মাংস ছাড়া তরকারি?
জনগণের টাকায় সে আজ,
কিনেছে মস্তবড় বাড়ি।
.
রাস্তাই চলা তো যায় না,
এসি ছাড়া গাড়ি,
সে আবার দেশ চালাই,
কোন এক নামধারী।
.
চারিদিকে ন্যায়ের আন্দোলন হয়,
চলে অনেক মারামারি,
সে আবার জনতা নয়,
পুলিশের কত বাহাদুরি।
.
গায়ে দিয়ে আইনের পোষাক,
জনতার সামনে হিরোগীরি,
দেখে তবে হাসি পাই,
এই দেশের সেবাকারী?
.
ক্ষমতার নামে অপব্যবহার আইন,
টাকার কত ঝুরি,
কষ্টে জমা সেই টাকা,
দেয় দিন মজুরী।
.
আহা! পুলিশে তো বলে,
চাকরীতো আমার সরকারী,
কার আছে বা সাহস,
দিতে আমায় নজরদারী?
.
দেশের এমন কত হালচাল,
পয়সা দিয়ে বাহাদুরি,
জনতার টাকায় পেট চলে,
তবুও কমেনা নেতাগীরি।
.
১২ মে ২০১৬
.
মন্তব্যঃ শুরু এবং শেষ। রি আর রী।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ রাত ৮:১৩