বন্যায় চারিদিক ডুবে গেছে! শুধু একটা ব্রিজের উপর গ্রামের সব মানুষ ঠাই নিয়েছে। নিচ দিয়ে তীব্র স্রোতে বয়ে চলেছে বন্যার পানি। হঠাৎ করে চেয়ারম্যান সাহেবের ছাগলটা পানিতে পড়ে গেল! সবাই দাড়িয়ে দাড়িয়ে হা হুতাশ করতে লাগলো, কিন্তু কেউ আর পানিতে নেমে ছাগলটা তুলে আনার চেষ্টা করলো না! কে যাবে একটা ছাগলের জন্য নিজের প্রাণ বিপন্ন করতে!
হঠাৎ ঝপাত করে একটা শব্দে সবাই চমকে উঠল! দেখল, জগলু পানিতে ঝাঁপিয়ে পড়েছে! এরপর কিছুক্ষণ পানিতে হাবুডুবু খেতে খেতে ছাগলটাকে তুলে আনল জগলু!
চেয়ারম্যান : আজ আমি সত্যিই তোকে নিয়ে গর্ব করতে পারি রে জগলু! এই যুগে একটা ছাগলের জন্য নিজের প্রাণ বাজি রাখতে কয়জনই বা পারে রে! সত্যি তুই মহান!
জগলু : আরে রাখেন মিয়া আপনের মহান! আগে কন, আমারে ধাক্কা দিয়ে ফালাইসে কোন হারামজাদা? :@
courtesy : https://www.facebook.com/tawfirhasan