শাবিপ্রবিতে আজ অনিক-খায়রুল হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক মিছিল ও শোক সভার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সমাজ।
বেলা ১১ টার একটু পরে মিছিল শুরু হয়। এত বড় মিছিল শাবিতে গত ৪-৫ বছরে হয় নি।
তবে ঘটনার শুরু মিছিলের পরের শোক সভায়।
সেন্ট্রাল অডিটোরিয়ামে শোক সভা শুরু হয় মিছিলের পরেই। অডির নিচ তলা ছিল কানায় কানায় পূর্ণ।
প্রথমে ঘটনার প্রত্যক্ষদর্শী মূল ঘটনার বর্ণনা করে। এরপর অনিক-খায়রুল এর ডিপার্টমেন্টের আরেক ছাত্র হত্যাকাণ্ডের বিচার চেয়ে বক্তব্য দেয়।
এর পর উপস্থাপক স্যার জানতে চায় যে ঐ ডিপার্টমেন্টের আর কোন ছাত্র কিছু বলবে কিনা। সবাই চুপ দেখে সে তখন বলা শুরু করে," এখন বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ......ব্লা ব্লা ব্লা..."।
এটুকু শুনেই আমি "ধুর" বলে বেরিয়ে আসি। একটু পরেই দেখি যে সব দরজা দিয়ে সাধারণ সব ছাত্র ছাত্রীরা বেরিয়ে আসছে!
ভিতরে কেউ আছে কিনা দেখার জন্য একটু উঁকি মেরে দেখি যে সামনের সারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন ও লীগের কিছু পোলাপান ছাড়া পুরা অডি ফাঁকা!
আর বাইরের ছাত্ররা পলিটিক্স আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শ্লোগান শুরু করেছে।
আর সবাই বলাবলি করছে যে অথর্ব প্রশাসন ও দালাল লীগকে সেই একটা বাঁশ দেয়া হল।
এরপর আমরা সাধারণ ছাত্ররা গোল চত্বরে গিয়ে অবস্থান করি এবং আমাদের দাবি পূরণের জন্য আন্দোলন চালিয়ে যাবার অঙ্গীকার করি।
পরে শুনলাম যে প্রশাসন নাকি ঐ অবস্থাতেই "শোকসভা" চালিয়ে গেছে।