বাংলা ভাষার বিকৃত রুপ প্রাদান কারীদের প্রতিহত করুন, এরা বাংলা ব্লগিংকে চ্যাট রুমের উন্নত সংস্করণ বানাতে চায়। বাংলা ব্লগিং এর ক্ষে্ত্রে যেটা বিশাল অন্তরায়। এতে করে আমাদের শিক্ষানবীস ছেলেমেয়েরা ত্রুটিপূর্ণ বাংলা লিখা এবং শিখার দিকে ঝুঁকে যেতে পারে তাই আসুন এদেরকে "না" বলি।
নিচে কিছু উদাহারণ দেয়া হল।
ঠোঁটফাটা ব্লগার বলেছেন :
২০০৭-১০-০৪ ১৯:১২:০৮
...গন্ডার, আপনার বানান সচেতনতা বিশেষ জরুরী। কিছু কিছু ব্লগে আপনার কমেন্ট পড়ে আমি দুঃখ অনুভব করেছি। এভাবে বাংলা বানান নিয়ে রসিকতা ব্লগিং এর পক্ষে অন্তরায় হতে পারে। বানানের প্রতি যত্নবান হোন। ধন্যবাদ। হ্যাপি ব্লগিং।
.গন্ডার. বলেছেন :
২০০৭-১০-০৪ ১৯:১৪:৩৬
@ ঠোটফাডা
ভাইরে অশিকখিত মানুস আমি, বানান উনান ঠিক কর্তারিনা, তাই বইলা কি বলগ ছাইড়া চইলা যাইতে কন?
ঠোঁটফাটা ব্লগার বলেছেন :
২০০৭-১০-০৪ ১৯:২১:১০
গন্ডার
অশিক্ষা আমাদের উন্নতির পক্ষে এক বিড়াট অন্তরায়। অশিক্ষিত হওয়া আজ একটা অপরাধ হিসেবে গণ্য হয়। আর যেই লোক ব্লগ কি জিনিস তা বুঝতে পারে, ইন্টারনেটের সুবিধা নিতে পারে সে নিজেকে অশিক্ষিত হিসেবে পরিচয় দেয়াটাও একটা অসভ্যতা বই কিছুই নয়। আপনি আগে শিক্ষিত হোন এরপর ব্লগিং করতে আসবেন। কারণ, আমাদের শিক্ষানবিস ছেলে মেয়েরা যারা ব্লগ থেকে কিছু শেখার আশা করে তাদের জন্য আপনার বিচরন ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ।
ক! বলেছেন :
২০০৭-১০-০২ ১৭:১৫:২০
গন্ডার বলেছেন :
২০০৭-০৯-৩০ ১৭:২৬:৩৪
চতুরবুজ অসটেলিয়ার যে ভার্চিটির যে ক্যামপাচে পড়ে কইয়া দাবী কর্চে ঐ ক্যামপাসে ফুন কইরা বাংলাদেশি চাত্রচাত্রী সমপর্কে খোজ নিয়া জানা গেচে যে ওকানে কুনো বাংলাদেশি মাইয়া পড়েনা
যতদুর জানা যায় চতুরভুজ নিক টি একজন মধ্যবয়স্ক ভদ্রলোকের এবং ভদ্রলোক দেশের বাইরে থাকেন।
ক! বলেছেন :
২০০৭-১০-০২ ১৯:১৮:৩২
সারওয়ার তুমি অপ যাও
খ! বলেছেন :
২০০৭-১০-০৩ ১৭:২০:৫৩
চতুরবুজ নামক হিজড়া টাকে নিয়া এত লাপলাপির কি আচে
মিমিমিশি বলেছেন :
২০০৭-১০-০৩ ২৩:১০:৫৬
বন্ধনহীন, আমনে তো চতুলবুজের পেরেমে পইড়া গ্যাচেন। যাউগ্যা, পিড়িতী বালা কতা তয় বেশি পিড়িতী করলে কিন্তু মরছেন। এই চতুলবুজ যে কি চীজ একবার খালি দেকবার চাই, হে এই দুদিনেই দুনিয়াডা মাতাইয়া লইল ক্যামনে? বুজলামনা। আপনি কি কৈতারেন?
মিমিমিশি বলেছেন :
২০০৭-১০-০৩ ২৩:৪২:৪৫
হ হক কতা কৈচেন।