মেঝেতে বসে কলাপাতায় বেড়ে সব্জি ভাজি খেতে রাজি আছেন প্রেমিকার জন্য? কিংবা প্রতিদিন ভোর চারটায় উঠে হবু শালাকে ( হলেও হতে পারে ) ফ্রিতে পড়াতে যাবেন?
প্রেমিকার মা-বাবা’র রক্তচক্ষু কিংবা মায়ের অভিমানকে হার মানাতে কতটা পথ পাড়ি দিতে হয় সেটা কেবলমাত্র সফল প্রেমিকযুগলই জানে। আর জানে কৃষ-অনন্যা। তাদের গল্পই টু স্টেটসঃ দ্য স্টোরি অব মাই ম্যারেজ।
কৃষ আর অনন্যা। ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদে পড়তে গিয়ে পরিচয়, সেখান থেকে মন দেয়া-নেয়ার পালা। দুজনের মন এক জায়গায় মিললেও তাদের বেড়ে ওঠা সুবিশাল ভারতের দুই রাজ্যে- দিল্লী আর চেন্নাই। আর সেটাই বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রেমে। কারোর পরিবারই মেনে নিতে পারে না অন্যের সংস্কৃতিকে। এক পক্ষের মুখে হিন্দি আরেক পক্ষের ঠোঁটে তামিল। একপক্ষ খেতে পছন্দ করে মাখন আর আরেক পক্ষ নারকেল। আর ওদিকে কৃষ-অনন্যা পরিবারের অমতে বিয়ে করতে চায় না। তাহলে কীভাবে সামলাবে দুই নৌকা? পা ফসকে না যায়? এদিকে ঝড় উঠলো ওদের দুজনের মাঝেও।
ভালোবাসা কেবল দুজনের মধ্যে হলেই হয় না। ছেলের পরিবারের মেয়েকে ভালবাসতে হয়, মেয়ের পরিবারের ছেলেকে ভালবাসতে হয় আবার ছেলের পরিবারের মেয়ের পরিবারকে ভালবাসতে হয় এবং মেয়ের পরিবারকেও ছেলের পরিবারকে ভালবাসতে হয়।
আর সেই ভালোবাসার গল্প নিয়েই বই বাজার প্রকাশনী থেকে আসছে আমার প্রথম অনুবাদ গ্রন্থ টু স্টেটসঃ দ্য স্টোরি অব মাই ম্যারেজ ।
পাওয়া যাবে একুশে বইমেলার স্টল নাম্বার ৬১৮ তে।
প্রি-অর্ডার লিঙ্কঃ আরণ্যক
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২