মনে পড়ে? স্মৃতি হয়ে যাওয়া দিন গুলো?
তোমার গল্প শুনবো বলে খুঁজতাম কতই ছুতো।
দূর পরবাসে বসে আজ ভাবছি একা একা
বলছো এখন কাকে তোমার মনের যত ব্যাথা?
ফেলে এসেছি সবকিছু ছেড়ে জীবনের খোঁজে,
ছাড়িনি, ছাড়ছি না, ছাড়ব হাল না এত সহজে।
শুধু মাঝে মাঝে মনে পড়ে এলোমেলো সব কথা
লিখছি কিছু না ভেবেই- ছন্নছাড়া সব কবিতা।
চলার পথে থমকে দাড়াই- একি তুমি এখানে?
ভ্রান্তি কাটে মুহুর্তেই, মনে পড়ে যায় রয়ে গেছ ছিলে যেখানে।
অকারনের ভাবনাগুলোর জন্যে ভাবি খুঁজছি আজো তোমায়,
ছায়ামানবী হয়ে পাশে বসে আছ তুমি, অন্ধকার নিরালায়।
কষ্ট গুলো শিকড় থেকে ছড়িয়ে পড়ে পাতায় পাতায়
মনের জানালা খুলে দেখতে চাওনি কি লিখেছিলাম শাদা খাতায়।
ভালো আছি ভালো থেকোর গানের মাঝে থাকবে কেবল তুমি
আমার কাব্যে তুমি নও, থাকবে আজ থেকে সবটুকু আমি।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ বিকাল ৫:১০