সামুতে যেসব ভাই-বোনরা ইতিমধ্যেই আছেন দীর্ঘদিন ধরে কিংবা যারা হাত উলটো করে ভাত খেতে পারেন তারা চাইলে এই পোস্ট ইগনোর করতে পারেন।
আপনি যদি ক্রোম, ইউসি অথবা টর্চ ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে খুব সহজেই একটি এক্সটেশন ইন্সটলের মাধ্যমে পুনরায় ফেবু জীবনে ফেরত যেতে পারেন। এই লিঙ্কে ক্লিক করুন আর যে কোন একটি এক্সটেনশন বেছে নিন আর Add To Chrome বাটনে ক্লিক করে নির্দেশনা অনুসরন করুন (ব্যক্তিগত ভাবে আমি Gom VPN ব্যবহার করি। যদিও এর মেয়াদ স্রেফ ১ ঘন্টা। আপনারা চাইলে অন্য এক্সটেনশন ইন্সটল করতে পারেন। যেমন- Unlimited Free VPN, DotVPN)।
আর মজিলা ফায়ারফক্স ব্যবহার করলে এই লিঙ্কে ক্লিক করুন আর এক্সটেনশন ইন্সটল করে নিন।
অ্যান্ড্রয়েড ইউজার হলে SuperVPN অ্যাপটি ব্যবহার করতে পারেন। যদি মোবাইলে UC Browser চালান তাহলে এইসব ভিপিএন-ফিপিএনের ক্যাচালে যাওয়ার দরকারই নেই। চোখ বন্ধ করে ফেবু সার্ফ করুন।
হ্যাপি ফেসবুকিং!
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪