ব্লগে একটু আগে একটা পোষ্ট দেখলাম, সেখান থেকেই জানতে পারলাম বাংলাদেশের বেসিক ব্যংক এ ৩৫০০ কোটি টাকা হরিলুট হয়েছে।
শেয়ার বাজার, সোনালী ব্যংক, হলমার্ক এসব মার্কামারা দূর্ণীতির পরে এবারে বেসিক ব্যংক থেকে বাগিয়ে নিয়েছে তারা ৩৫০০ কোটি টাকা। আমি নিশ্চিত যে, এর পেছনেও সেই একই মহল জড়িত। যারা জড়িত ছিলেন শেয়ার বাজারের লক্ষ কোটি টাকা সরানোর কাজে,, যারা এতটা উপরে বসে আছেন যে, তাদের ধরাই যায় না।
আর টাকা? না ওগুলো দেশে নেই, ওগুলো চলে গেছে জায়গামত।
আওয়ামি লীগ ক্ষমতায় থাকলে এটা হবেই। মরহুম বঙ্গবন্ধুই বলে গেছেন, তিনি চোরের খনী পেয়েছন। তার সেই চোরগুলো এখন বিশ্বসেরা ডাকাত এ পরিণত হয়েছে।
এভাবে ডিজিটাল সরকারর আমলে হাজার হাজার বা লক্ষ লক্ষ কোটি টাকা ডিজিটাল কায়দায় দেশ থেকে পাচার হতে থাকলে এ দেশটা ডিজিটালীয় কায়দায় ফতুর হতে আর কদিন লাগবে?
প্রশ্নটার উততর এনালগ জ্ঞানের অধিকারী এই আমি বুঝতে অক্ষম, ব্লগে অনেক ডিজিটাল বিজ্ঞজন রয়েছেন, দয়া করে যদি একটু বলতেন, তা হলে খুবই বাধিত হতাম।