সত্য ভাষণের কারণে আমার এই হিন্দু ভাইটা গনেশ সাহাকে প্রাণ ভরে শুভেচ্ছা। তিনি বলেছেন,
‘আমাকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আনার জন্য যে কতবার সরকারি লোকজন বাড়িতে গেছে তার কোনো গোনাবাছা নেই। ডিসি অফিস, থানার ওসি, স্থানীয় আওয়ামী লীগের লোকজন বারবার বাড়িতে লোক পাঠাইছে আমাকে যাওয়ার জন্য। অনেকবার পুলিশ গেছে। কোর্টের লোকজন গেছে ঢাকা থেকে। একবার দারোগা এসে হোন্ডায় করে পিরোজপুর থানায় নিয়ে গেল। তাদের সবার কথা একটাইÑ আমাকে বলতে হবে আমার মাকে সাঈদী সাহেব মারছে। আমি তাতে রাজি হইনি। সে কারণে আমি সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসি নাই। আমি সত্য কথা কমু এ জন্য তারা আমাকে সাক্ষ্য দেয়ার জন্য আনে নাই।’
আজ আমরা খুব ধর্ম কর্মের বড়াই করি, কিন্তু সত্যের সাথে আমাদরে দারুণ বৈরীতা । আমরা সত্য কইতে পারিনা, সইতে পারি না। সত্য আমাদের কাছে বড়ই অসহ্য, অসহনীয়।
একজন বিধর্মী হিন্দু ভাই'র কাছ থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের দেশের 'ধর্ম কর্মের জন্য নিবেদিতপ্রাণ জানবাজ মুসলমানদের ' আমরা মুসলমানরা কি কিছু শিখব একজন হিন্দু'র আচরণ থেকে?