দেখতে দেখতে আমাদের সামনে আবারও সেই ভয়াল ২৮শে অক্টোবর এসে উপস্থিত। মাত্র ক’টি বৎসর আগের এই দিনটিতে এক করুণ, মর্মান্তিক, নৃশংস ঘটনা সংঘটিত হয়েছিল। ক্ষমতা হাতে পেতে উন্মাদ একটি বিশেষ রাজনৈতিক আদর্শে উজ্জীবিত গোষ্ঠি সকল মানবতাবোধ, বিবেকের সকল দাবীকে ভূলূন্ঠিত করে তাদের নৃশংসতার সাক্ষর রেখেছে পুরো বিশ্ববাসীর সামনেই।
ক্ষমতা পেতে মানুষ কি ধরনের বিভৎস ও পৈশাচিক হতে পারে সারা বাংলাদেশই কেবল নয় বরং বলা চলে সারা বিশ্বই তা চেয়ে চেয়ে দেখেছে সেদিন! দেখেছে ক্ষমতার মোহে মানুষ কতটা নীচে নামতে পারে। পারে কতটা অমানবিক হতে। কতটা পাষন্ড আর নির্দয়, রক্তের নেশায় কতটা উন্মাদ, বর্বর আর নিষ্ঠুর হতে পারে।
আমাদের দুর্ভাগ্য যে, এই পোড়া চোখে আমাদেরকেও সেই ভয়াবহ ও মর্মান্তিক দৃশ্যটি দেখতে হয়েছিল। দিনে দুপুরে পুরো বিশ্বের চোখের সামনে নিরাপরাধ, নিরস্ত্র যুবককে তেড়ে ধরে পিটিয়ে মেরেই ফেলা হল! থেঁতলে দেয়া হয়েছিল তার মাথাটি প্রকাশ্য রাজপথে! আহত যুবককে তুলে নেয়া হয়েছিল কাঁধে করে। আমরা ভেবেছিলাম রক্তের হোলী খেলায় মেতে ওঠা রক্ত লোলুপ পাষন্ডদের মনে হয়ত মানবতাবোধ জেগে উঠল! কিন্তু না, দেখলাম, আহত যুবককে উঠিয়ে নিয়ে গিয়ে রাস্তার এক পার্শ্বে ফেলে মহোল্লাসে, প্রাণের উচ্ছাসে (!) বিকৃত এবং পৈশাচিক আনন্দে(!) পিটিয়ে মেরে ফেলা হলো, লাঠি আর বৈঠার আঘাতে!!
বিশ্বের প্রতিটি মিডিয়ায় সে খবর প্রকাশিত হয়েছিল। প্রতিটি দেশের প্রতিটি টিভি চ্যানেলে সেই ভয়াবহ দৃশ্য দেখিয়েছে। নিউইয়র্কের ব্যস্ততম রাস্তায় তদোধিক ব্যস্ত মানুষ বিশাল টিভি স্ক্রিনে সেই দৃশ্য দেখতে পেয়ে শিহরিত! বিষ্ময়ে বিমুঢ়, হতবাক হয়ে ঠাঁই দাঁড়িয়ে গেছে। ছোট ছোট বাচ্চা নিয়ে যেসব বাবা মা পথে বেরিয়েছিলেন, তারা ত্রস্তে সেই বিভৎস দৃুশ্য থেকে তাদের বাচ্চাদের আড়াল করার চেষ্টায় দ্রুত পা চালিয়েছেন। জানিনা, ক’জন দর্শক এই ভয়াবহ দৃশ্য দেখে তাদের নিজেদের চোখের অশ্র“ সম্বরণ করতে পেরেছিলেন! ত’াদের ক’জনই বা রাতে বিছানায় ঘুমুতে পেরেছিলেন! ক’জন দর্শক ঠিকমত গিয়ে খাবার টেবিলে বসতে পেরেছিলেন?
‘ন্যায় বিচার আর আঈনের শাসন’ প্রতিষ্ঠায় তৎপর(তাই নাকি?) এই সরকার আজ পর্যন্ত এই মর্মান্তিক নৃশংসতার বিচার করলেন না। আজ পর্যন্ত তারা এই সন্ত্রাসী ঘটনার জন্য কাউকেই কাঠগড়ায় তুললেন না।
অপরাধের তথ্য প্রমাণ ছিল, সচিত্র প্রতিবেদন ছিল, ছিল সাক্ষী সাবুদ সব কিছুই। তার পরও কোন বিচারই করলেন না। তেমন কোন উদ্যোগই তারা নিলেন না। অবাক করার মত একটি ব্যপার কি অবাক কান্ড!! এই এক অবিশ্বাস্য ঘটনার বিচার হবে কি?