ব্লগে একজনের লেখা পড়ে জানতে পারলাম হুমাউন আহমদের ৬৪তম জন্মদিন উপলক্ষে হুমাউন মেলা'র আয়োজন করা হবে। এইতো শুরু! এখন হবে লালন মেলা , বৈশাখী মেলার নামে নাচ গাণ জুয়া, মদ আর গাঁজার আসর। হুমায়উন আহমেদ সারা জীবন যে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে গেছেন নীরবে বা সরবে, এখন তার মৃতু্যর পরে তারই নামে সেই আগাছাগুলো মহীরুহে পরিণত হবে। এ দেশটার সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দর্শন আর বোধ বিশ্বাসের বিপরিতে বেড়ে উঠবে ভিন্ন এক সাংস্কৃতি!
যারা আল্লাহ রাসুল আর আখেরাতে বিশ্বাস করেন, তারা জানেন, এর পরিণতিতে মরহুম হুমাউন আহমেদ কি প্রতিদান পাবেন আল্লাহর কাছে!
আর আমি জানি, আমাকে এখন ট্যাগ করা হবে 'ছাগু' বলে!
এই দর্শন আর চেতনাবোধ মনে লালন করায় যদি আমি তথাকথিত 'ছাগু'ই হই, তবে হে আল্লাহ, আমি সারা জীবন যেন এরকম একজন 'ছাগু' হয়েই থাকতে পারি।